বিচিত্র এক দেশ আমার দেশ

লিখেছেন লিখেছেন মোবারক ২৩ মার্চ, ২০১৫, ১০:৫৩:০৬ রাত

ধর্ষণের মত ঘৃণ্য অভিযোগ থাকার পরেও তার জন্য মিডিয়া ও কিছু বোনের লাফালাফি দেখে খুব বিস্মিত হয়েছি। কে যেন লিখেছিল দেখলাম, জাতীয় সতীন পাওয়া গেছে।অস্ট্রেলিয়া সংবর্ধনা অনুষ্ঠানে দেখলাম।দুই বোন তার দুই পাশে বসে সেলফি তুলছে।

আমি যদি দেশে থাকতাম আমিও যেতাম বাংলাদেশ দল অভিনন্দন জানাতে।এতে করে কোন সন্দেহ নেই।

বাংলাদেশ কোয়াটার ফাইনাল গেছে আমরা খুশী, হেরেছে তা্ও আমরা খুশী। কারণ আমাদের কে হারিয়েছে আইসিসি।

আমরা তো এর আগে বিশ্ব জয় করেছি, কেও কি সে খবর রেখেছে, যেমন রাখেনি মিডিয়া,রাখিনি আমরাও তাদের জন্য তো আমরা একটি ফুল ও নিয়ে যাইনি। কারণ আমরা তো জানিনা ফুল নিয়ে কোথায় যাবো।

বিশ্বজয় করেও মিডিয়ার কাভার পাইনি হাফেয নাজমুল সাকিব।কোন আমলে কোন সরকার এদের কে সংবর্ধনা দেনি।

আল্লাহ এই দেশ ও জাতি কে হেফাজত করুক । আমাদের আরো সচেতন হওয়ার তাওফীক দান করুক । আমীন



বিষয়: বিবিধ

১০৫০ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

310691
২৩ মার্চ ২০১৫ রাত ১১:১৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : যে দেশের মিডিয়া অবলিলায় চেপে যায় হাজার খুনের কথা সেই মিডিয়া থেকে কি আশা করা যায়।
২৪ মার্চ ২০১৫ রাত ০৮:৪৩
251923
মোবারক লিখেছেন : ধন্যবাদ আপনার মন্তব্যর জন্য।
310753
২৪ মার্চ ২০১৫ সকাল ০৬:৫২
গাজী সালাউদ্দিন লিখেছেন : সবি বুঝলাম কিন্তু নিচের ছবি দিয়ে কি বুঝাতে চাইলেন!

হল্যান্ড যখন ফুটবল বিশ্বকাপে ফাইনালে হেরে যায়, তখন দেশে যাবার পর বীরোচিত সংবর্ধনা পেয়েছে, তা ছিল অভূতপূর্ব, অভাবনীয়। আর আমার বাংলাদেশ!!!!
২৪ মার্চ ২০১৫ রাত ০৮:৪২
251922
মোবারক লিখেছেন : বিস্ময়কর হাফেজ দের প্রবাসে সংবর্ধনা অনুষ্ঠানে আমার একটি ছবি। উদ্দেশ্য, ভবিষ্যতে বিশ্ব হাফেযদের এই রকম সংবর্ধনা দিবে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File