পুটির মা'কে দেওয়া ছোট্ট উপহার
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ২৩ মার্চ, ২০১৫, ১০:০৪:২৫ রাত
পুটির মা আজ এত সাজগোজ কেন করছে কে জানে। প্রতিদিনই সাজে কিন্তু আজ বড্ড বেশি মনে হচ্ছে। বাইরে গেলে তো এই তাল সে করেনা,তবে কি বিশেষ কিছু !!
ও পুটির মা কোথায় যাবে আজ ? কোনো দাওয়াত আছে নাকি ?
: কোথায় যাব মানে ?
: না যেভাবে সাজছো তাই বললাম।
: হ্যা যাব এক জাগায়, তাড়া আছে,তুমি তোমার মত থাকো বিরক্ত করো না।
: আচ্ছা ঠিক আছে। তবে গাড়িতে কিন্তু একটু সমস্যা হয়েছে ড্রাইভার বলল। ঘন্টা খানেক লাগবে ঠিক করতে।
: তোমাকে বলেছিলাম হ্যামার কেনার দরকার নেই, টয়োটার এক সাধারন মডেল হলেই চলবে। কে শোনে কার কথা..
: আহা জিনিসটা এই দেশে জরুরী। উচু নীচু রাস্তা,বর্ষা বাদলে এই গাড়ির বিকল্প হয়না। মনে নেই সেবার গ্রামের রাস্তায় আগের গাড়িটা কি তাল করেছিল ?
: হ্যা মনে আছে কিন্তু তাই বলে কোটি কোটি টাকা খরচ করে এমন গাড়ি কিনবে ?
: দাম বেশী কিন্তু এটা তো প্রয়োজনীয় জিনিস। আল্লাহ আমাদের সম্পদ দিয়েছেন,সেটা তো খরচ করেই তার শুকরিয়া আদায় করতে হবে। আমরা তো হিসেব করে জাকাত দেই এবং একটা বিশাল অংক মানুষকে দান করি। যা থাকে তা তো আমরা খরচ করতেই পারি।
: হয়েছে...হয়েছে লেকচার দিলে থামতে চায় না......
: তা পুটির মা, আজ কারো বিয়ে নাকি ?
: হ্যা
: কার বিয়ে ?
:আমার বিয়ে...
:তাই নাকি,,,তা পুটির মায়ের সাথে কার বিয়ে ?
:পুটির বাপের...
হেহেহেহে শেষ পর্যন্ত তুমিও পুটির বাপ বললে....হাহাহাহাহা...একেই বলে- সঙ্গ দোষে লোহা ভাসে....
তা পুটির মা সত্যিই বলোনা..আজ যাবে কোথায় ? কোনো অনুষ্ঠান নাকি ?
: তোমাকে বললাম বিরক্ত করোনা, টিভি দ্যাখো..পিস টিভিতে এই সময়ে ভাল একটা লেকচার হওয়ার কথা...সেটা দ্যাখো...তাতে তোমার মত লেকচারবাজের উপকার হবে।
: আচ্ছা, কিন্তু তোমার দাওয়াতটা কিসের সেটা তো বললে না...আমাকে নিয়ে যাবে না ?
: তোমাকে ছাড়া আমি কখনও কোথাও দাওয়াতে গেছি ?
: না
:তাহলে টিভি দ্যাখো...
: হুমম অবশ্যই টিভি দেখব....তা পুটির মা আজ কি কি খাওয়াবে সেখানে ?
: সেটা সময় হলেই বুঝতে পারবে।
: আচ্ছা দাওয়াতটা কি তোমার কোনো বন্ধুর,নাকি আত্মীয়ের...নাকি শ্বসুর বাড়ির...না শ্বসুর বাড়ি কিভাবে হয়, শ্বসুর বাড়ি হলে তো আমি জানতাম..তবে কোথায় ?
: তুমি যাও, লিভিং রুমে যাও ,,আচ্ছা দাড়াও....দেখী গা শুকে দেখী...থু....এই তুমি গোসল করেছিলে ?
: গোসল ? হ্যা তা তো করেছিলাম একেবারে টাটকা আছি এখনও...
: আচ্ছা তাহলে এই পারফিউমটা লাগিয়ে লিভিং রুমে গিয়ে বসো।
: লিভিং রমে বসতে গায়ে পারফিউম মাখতে হয় ?
: হ্যা হয়...
: ও আচ্ছা আমরা তো দাওয়াতে যাচ্ছি...আচ্ছা দেখী পা থেকে মাথা পর্যন্ত কৃষকের ক্ষেতে কিটনাশক স্প্রে করার মত মাখব...আচ্ছা আমি গেলাম...
===========
ওকি পুটির মা বসলে যে, দাওয়াতে যাবে না ?
: কিসের দাওয়াত,কার দাওয়াত ??
: না মানে ঘন্টাধীক কাল ধরে যে সাজলে,তা দাওয়াতে যাবে না ? দুটো ভাল মন্দ খাওয়া যেত !
: তোমার মাথায় পোকা আছে। আমি সেজেগুজে বাইরে যাই ?
:তবে ?
: ওরে এই লোকটা এত পাগল ক্যান ?
: আমি আবার কি করলাম ?
: তুমি কিছু করনি, তাইলে এখন কিছু কর..
: কি করব ?
: আমার সামনের সোফায় বসে আমার দিকে তাকিয়ে থাকো...
: আর দাওয়াত খাব কখন ?
: আহা এই লোকটা খাওয়া ছাড়া কি কিছুই বোঝে না ?
: খাওয়া পরে আগে আমার দিকে তাকাও...
:তাইলে বলো আজ আমরা কোথায় যাচ্ছি ?
: আজ আমরা কোথাও যাচ্ছি না,আজ আমরা বাসায়ই থাকব। তোমার আজ ছুটি তাই ভাবলাম তোমার জন্যে দারুন করে সাজব। আর অনেক চমৎকার রান্না করিয়েছি আজ। সবগুলো আইটেমই তোমার পছন্দ। দ্যাখো সমস্ত বাড়ি কতটা চকচক করে পরিষ্কার করা হয়েছে। এসব তোমার জন্যে।
: পুটির মা আমি তোমাকে অন্তরের গভীরতা দিয়ে ভালবাসি। আসলে আমি তো ভালবাসা পেয়ে অভ্যস্ত নই,তাই বুঝতে ভুল হয়। তুমি খুব সুন্দর পুটির মা। তুমি না সাজলেও আমার কাছে সুন্দর। আমি তো তোমার সকল কিছু ভেদ করে অন্তরের দিকে তাকাই। আজ সারাদিন আমরা একসাথে থাকব। অনেক গল্প করব। আড্ডাবাজি করব। তারপর বিকেলে বাইরে ঘুরতে যাব। আর আগামি কালও আমার ছুটি। ম্যানেজারকে সব বুঝিয়ে দিয়েছি,কালকে ছুটি নিলে ওরা সামলাতে পারবে। আগামী কাল আমরা যাব মাছ ধরতে।খুব মজা হবে।আর এরপর যাব আমাদের অর্থ সহায়তায় গড়ে ওঠা মাদ্রাসা ,এতিমখানা আর বৃদ্ধাশ্রমে। সময় থাকলে আমাদের দারিদ্র পূনর্বাসন কেন্দ্রেও যাব।
:আচ্ছা ঠিক আছে। বসো তোমার জন্যে একটা দারুন আইটেম রান্না করেছি,সেটা নিয়ে আসি....
: না তা হবে না...আমার সেরা আইটেম তুমি...এখন বসো খাওয়া পরে...
:পাগলামি করো না..
:পাগলামির দেখেছোটা কি.....আজ দেখাচ্ছি...
=================
পুটির মা নীচের গ্যারাজে তোমার জন্যে একটা জিনিস অপেক্ষা করছে। চলো দেখবে ?
:কি জিনিস ?
:আহা গেলেই দেখতে পাবে...।
: আহ এইটা তো খুবই সুন্দর ! কার জন্যে ?
: এই দ্যাখো, বললাম না এটা তোমার জন্যে
: কিন্তু তাই বলে এত দামী উপহার।
:এটা তো সামান্য একটা গাড়ি। তোমার দাম তো আমার কাছে অনেক ?
: কতটুকু?
: হিসেব নেই, বেহিসেবী,,,,,
: এটার দাম কত ?
:হুমম একটু বেশীই বলা যায়, আমেরিকার বাজারে এটার দাম ১ লক্ষ ৩৫ হাজার ডলার। আর এখানে ডিউটি ট্যাক্স দেওয়ার পর সব মিলে দাম পড়েছে প্রায় ৩ কোটি। এখানকার শোরুমে দামী গাড়ি রাখেনা। তাই আমি তোমার জন্যে ইমপোর্ট করেছি। মনে পড়ে তুমি বলেছিলে মার্সিডিস বেঞ্জের এস ক্লাসের কনভারটিবল কার তোমার পছন্দ। আমি ২০১৬ মডেলটা নিলাম।
: আমি বাকরুদ্ধ। সত্যিই তোমার ভালবাসা বিশ্ময়কর !
: তা পুটির মা আমাকে পাশে বসতে দিবে তো ?
: না
:তবে আমি বসব কোথায় ?
: পেছনের ট্যাঙ্কে.....
: পুটির মা কয় কি !!!!
বিষয়: বিবিধ
২৫১৪ বার পঠিত, ৩৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দিয়ে ও প্রকাশ করা যায় ভালবাসা ,তার জন্য প্রয়োজন সুন্দর ,পরিচ্ছন্ন , পবিত্র একটা মন ।
হুজুর আমার মনে হচ্ছে স্বপ্ন দেখে দেখতে আপনার মাথা- টাথা খারাপ হয়ে যাচ্ছে , আপনি যে হারে গাছে কাঠাল না আসতে গোফে তেল মাখতেছেন ।
যত তাড়াতাড়ি সম্বব ডাক্তারের সাথে যোগাযোগ করিয়েন ।
আজকের গল্পটি খুব ভাল হয়েছে। গল্পের সংলাপগুলো সত্যি নেশা জাগায়, না পড়ে বা দৌড়িয়ে যাবার উপায় থাকে না। তাই এখন নয়ত তখন, সময় করে পড়ে নিলেই স্বস্তি আসে।
আমি টিয়া পাখিকে কি উপহার দেই জানেন? কিছুই দেই না, তবে দেই, বিনা পয়সায় একটা ভেটকি মাররাক হাসি!
গাছে কি কাঁঠাল ধরেছে , নাকি আগেই হাতে , মুখে আর গোঁফে তেল লাগিয়ে বসে আছেন ?
পুঁটির বাপ(দ্য স্লেভ) মানুষ ভাল।
তাঁর ভালবাসার তুলনা নেই।
এখন দেখা যাক, পুঁটির মা হওয়ার সৌভাগ্য কার হয়।
স্বপ্ন দেখে দেখে রাত হয়েছে ভোর
বোন হয়ে ভাইকে বলি কি হয়েছে তোর?
ছিলি ভালো হইলি পাগল, বল পুটির মা টা কে?
ভাইকে ভালো করতে এবার বিয়ে দেব পুটির মার সাথে!
আসুন আসুন সব ব্লগার ভাই ও বোনেরা
একসাথে মিলে পুটির মাকে খুজে আনি!
আমাদের এই ভাইটির স্বপ্ন দেখে মাথা গরম হয়েছে তাই সকলে মিলে আপাতত মাথায় ঢালি পানি!
ভালো লাগলো অনেক ধন্যবাদ ভাইটিকে
আপনি যা শুরু করছেন তাতে তো শুধু নদী না আমাদের সমুদ্রেই সেচ দিতে হবে পুটির মা এর সন্ধানে!
লিখতে থাকুন আমরা পড়ে যাচ্ছি পরম আনন্দতায়..।
মন্তব্য করতে লগইন করুন