পুটির মা'কে দেওয়া ছোট্ট উপহার

লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ২৩ মার্চ, ২০১৫, ১০:০৪:২৫ রাত



পুটির মা আজ এত সাজগোজ কেন করছে কে জানে। প্রতিদিনই সাজে কিন্তু আজ বড্ড বেশি মনে হচ্ছে। বাইরে গেলে তো এই তাল সে করেনা,তবে কি বিশেষ কিছু !!

ও পুটির মা কোথায় যাবে আজ ? কোনো দাওয়াত আছে নাকি ?

: কোথায় যাব মানে ?

: না যেভাবে সাজছো তাই বললাম।

: হ্যা যাব এক জাগায়, তাড়া আছে,তুমি তোমার মত থাকো বিরক্ত করো না।

: আচ্ছা ঠিক আছে। তবে গাড়িতে কিন্তু একটু সমস্যা হয়েছে ড্রাইভার বলল। ঘন্টা খানেক লাগবে ঠিক করতে।

: তোমাকে বলেছিলাম হ্যামার কেনার দরকার নেই, টয়োটার এক সাধারন মডেল হলেই চলবে। কে শোনে কার কথা..

: আহা জিনিসটা এই দেশে জরুরী। উচু নীচু রাস্তা,বর্ষা বাদলে এই গাড়ির বিকল্প হয়না। মনে নেই সেবার গ্রামের রাস্তায় আগের গাড়িটা কি তাল করেছিল ?

: হ্যা মনে আছে কিন্তু তাই বলে কোটি কোটি টাকা খরচ করে এমন গাড়ি কিনবে ?

: দাম বেশী কিন্তু এটা তো প্রয়োজনীয় জিনিস। আল্লাহ আমাদের সম্পদ দিয়েছেন,সেটা তো খরচ করেই তার শুকরিয়া আদায় করতে হবে। আমরা তো হিসেব করে জাকাত দেই এবং একটা বিশাল অংক মানুষকে দান করি। যা থাকে তা তো আমরা খরচ করতেই পারি।

: হয়েছে...হয়েছে লেকচার দিলে থামতে চায় না......

: তা পুটির মা, আজ কারো বিয়ে নাকি ?

: হ্যা

: কার বিয়ে ?

:আমার বিয়ে...

:তাই নাকি,,,তা পুটির মায়ের সাথে কার বিয়ে ?

:পুটির বাপের...

হেহেহেহে শেষ পর্যন্ত তুমিও পুটির বাপ বললে....হাহাহাহাহা...একেই বলে- সঙ্গ দোষে লোহা ভাসে....

তা পুটির মা সত্যিই বলোনা..আজ যাবে কোথায় ? কোনো অনুষ্ঠান নাকি ?

: তোমাকে বললাম বিরক্ত করোনা, টিভি দ্যাখো..পিস টিভিতে এই সময়ে ভাল একটা লেকচার হওয়ার কথা...সেটা দ্যাখো...তাতে তোমার মত লেকচারবাজের উপকার হবে।

: আচ্ছা, কিন্তু তোমার দাওয়াতটা কিসের সেটা তো বললে না...আমাকে নিয়ে যাবে না ?

: তোমাকে ছাড়া আমি কখনও কোথাও দাওয়াতে গেছি ?

: না

:তাহলে টিভি দ্যাখো...

: হুমম অবশ্যই টিভি দেখব....তা পুটির মা আজ কি কি খাওয়াবে সেখানে ?

: সেটা সময় হলেই বুঝতে পারবে।

: আচ্ছা দাওয়াতটা কি তোমার কোনো বন্ধুর,নাকি আত্মীয়ের...নাকি শ্বসুর বাড়ির...না শ্বসুর বাড়ি কিভাবে হয়, শ্বসুর বাড়ি হলে তো আমি জানতাম..তবে কোথায় ?

: তুমি যাও, লিভিং রুমে যাও ,,আচ্ছা দাড়াও....দেখী গা শুকে দেখী...থু....এই তুমি গোসল করেছিলে ?

: গোসল ? হ্যা তা তো করেছিলাম একেবারে টাটকা আছি এখনও...

: আচ্ছা তাহলে এই পারফিউমটা লাগিয়ে লিভিং রুমে গিয়ে বসো।

: লিভিং রমে বসতে গায়ে পারফিউম মাখতে হয় ?

: হ্যা হয়...

: ও আচ্ছা আমরা তো দাওয়াতে যাচ্ছি...আচ্ছা দেখী পা থেকে মাথা পর্যন্ত কৃষকের ক্ষেতে কিটনাশক স্প্রে করার মত মাখব...আচ্ছা আমি গেলাম...

===========

ওকি পুটির মা বসলে যে, দাওয়াতে যাবে না ?

: কিসের দাওয়াত,কার দাওয়াত ??

: না মানে ঘন্টাধীক কাল ধরে যে সাজলে,তা দাওয়াতে যাবে না ? দুটো ভাল মন্দ খাওয়া যেত !

: তোমার মাথায় পোকা আছে। আমি সেজেগুজে বাইরে যাই ?

:তবে ?

: ওরে এই লোকটা এত পাগল ক্যান ?

: আমি আবার কি করলাম ?

: তুমি কিছু করনি, তাইলে এখন কিছু কর..

: কি করব ?

: আমার সামনের সোফায় বসে আমার দিকে তাকিয়ে থাকো...

: আর দাওয়াত খাব কখন ?

: আহা এই লোকটা খাওয়া ছাড়া কি কিছুই বোঝে না ?

: খাওয়া পরে আগে আমার দিকে তাকাও...

:তাইলে বলো আজ আমরা কোথায় যাচ্ছি ?

: আজ আমরা কোথাও যাচ্ছি না,আজ আমরা বাসায়ই থাকব। তোমার আজ ছুটি তাই ভাবলাম তোমার জন্যে দারুন করে সাজব। আর অনেক চমৎকার রান্না করিয়েছি আজ। সবগুলো আইটেমই তোমার পছন্দ। দ্যাখো সমস্ত বাড়ি কতটা চকচক করে পরিষ্কার করা হয়েছে। এসব তোমার জন্যে।

: পুটির মা আমি তোমাকে অন্তরের গভীরতা দিয়ে ভালবাসি। আসলে আমি তো ভালবাসা পেয়ে অভ্যস্ত নই,তাই বুঝতে ভুল হয়। তুমি খুব সুন্দর পুটির মা। তুমি না সাজলেও আমার কাছে সুন্দর। আমি তো তোমার সকল কিছু ভেদ করে অন্তরের দিকে তাকাই। আজ সারাদিন আমরা একসাথে থাকব। অনেক গল্প করব। আড্ডাবাজি করব। তারপর বিকেলে বাইরে ঘুরতে যাব। আর আগামি কালও আমার ছুটি। ম্যানেজারকে সব বুঝিয়ে দিয়েছি,কালকে ছুটি নিলে ওরা সামলাতে পারবে। আগামী কাল আমরা যাব মাছ ধরতে।খুব মজা হবে।আর এরপর যাব আমাদের অর্থ সহায়তায় গড়ে ওঠা মাদ্রাসা ,এতিমখানা আর বৃদ্ধাশ্রমে। সময় থাকলে আমাদের দারিদ্র পূনর্বাসন কেন্দ্রেও যাব।

:আচ্ছা ঠিক আছে। বসো তোমার জন্যে একটা দারুন আইটেম রান্না করেছি,সেটা নিয়ে আসি....

: না তা হবে না...আমার সেরা আইটেম তুমি...এখন বসো খাওয়া পরে...

:পাগলামি করো না..

:পাগলামির দেখেছোটা কি.....আজ দেখাচ্ছি...

=================

পুটির মা নীচের গ্যারাজে তোমার জন্যে একটা জিনিস অপেক্ষা করছে। চলো দেখবে ?

:কি জিনিস ?

:আহা গেলেই দেখতে পাবে...।

: আহ এইটা তো খুবই সুন্দর ! কার জন্যে ?

: এই দ্যাখো, বললাম না এটা তোমার জন্যে

: কিন্তু তাই বলে এত দামী উপহার।

:এটা তো সামান্য একটা গাড়ি। তোমার দাম তো আমার কাছে অনেক ?

: কতটুকু?

: হিসেব নেই, বেহিসেবী,,,,,

: এটার দাম কত ?

:হুমম একটু বেশীই বলা যায়, আমেরিকার বাজারে এটার দাম ১ লক্ষ ৩৫ হাজার ডলার। আর এখানে ডিউটি ট্যাক্স দেওয়ার পর সব মিলে দাম পড়েছে প্রায় ৩ কোটি। এখানকার শোরুমে দামী গাড়ি রাখেনা। তাই আমি তোমার জন্যে ইমপোর্ট করেছি। মনে পড়ে তুমি বলেছিলে মার্সিডিস বেঞ্জের এস ক্লাসের কনভারটিবল কার তোমার পছন্দ। আমি ২০১৬ মডেলটা নিলাম।

: আমি বাকরুদ্ধ। সত্যিই তোমার ভালবাসা বিশ্ময়কর !

: তা পুটির মা আমাকে পাশে বসতে দিবে তো ?

: না

:তবে আমি বসব কোথায় ?

: পেছনের ট্যাঙ্কে.....

: Surprised Smug পুটির মা কয় কি !!!!

বিষয়: বিবিধ

২৫১৪ বার পঠিত, ৩৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

310681
২৩ মার্চ ২০১৫ রাত ১০:২১
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, পুটির মায়ের জন্য নৌকা ছেড়ে গাড়ি উপহার, ভালই। ধন্যবাদ। বিস্তারীত মন্তব্য আসছে।
২৩ মার্চ ২০১৫ রাত ১০:২৯
251676
আবু জান্নাত লিখেছেন : ও. আচ্ছা, তা হলে পুটির মা আপনার জন্য খুব সাজছে না! ঠিক আছে ছুটির দিনে ঘরে বসে বসে পুটির মাকে দেখতে থাকুন, বাইরে ঝড় তুফান বয়ে যাক। ধন্যবাদ।
২৪ মার্চ ২০১৫ রাত ০১:০০
251698
দ্য স্লেভ লিখেছেন : বাইরে ঝড় তুফান বয়ে যাক ক্ষতি নেই...Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
310692
২৩ মার্চ ২০১৫ রাত ১১:১৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : পুঁটির বাপের সপ্ন দেখে আমি তো........
২৪ মার্চ ২০১৫ রাত ০১:০০
251697
দ্য স্লেভ লিখেছেন : আপনি তো কি ?? স্বপ্ন দেখা শুরু করবেন নাকি ?Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor সবাই কিন্তু স্বপ্ন দেখতে পারেনা...
310713
২৪ মার্চ ২০১৫ রাত ১২:১৪
আফরা লিখেছেন : পয়সা থাকলেই দামী গাড়ী উপহার দেয়া যায় কিন্তু ১০০ টাকা দিয়ে ১ ডজন কাঁচের চুড়ি
দিয়ে ও প্রকাশ করা যায় ভালবাসা ,তার জন্য প্রয়োজন সুন্দর ,পরিচ্ছন্ন , পবিত্র একটা মন ।


হুজুর আমার মনে হচ্ছে স্বপ্ন দেখে দেখতে আপনার মাথা- টাথা খারাপ হয়ে যাচ্ছে , আপনি যে হারে গাছে কাঠাল না আসতে গোফে তেল মাখতেছেন ।

যত তাড়াতাড়ি সম্বব ডাক্তারের সাথে যোগাযোগ করিয়েন ।

২৪ মার্চ ২০১৫ রাত ১২:৫৯
251696
দ্য স্লেভ লিখেছেন : কথা সত্য সুন্দর মনের বিষয়টিই আসল। পুটির মাকে গাড়ি দেই আর চুড়ি দেই দুটোই ভালবাসা থেকেই Happy আর আমি তো স্বপ্নবাজ। তবে আল্লাহ যেন স্বপ্নকে সত্যি করেন। Happy
২৪ মার্চ ২০১৫ সকাল ১০:১৪
251783
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : হুজুরাইনের সাথে আমি একমত। হুজুর গোফে তেল মাখিয়ে যাচ্ছেন। তবে হুজুর খুব বউ নেওটা হবে বুঝা যায়। যে ললনা এই হুজুরকে পাবে তার জীবন ধন্য হয়ে যাবে। Love Struck Love Struck Happy Happy
310722
২৪ মার্চ ২০১৫ রাত ০১:২০
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পুটীর মায়ের তো একখানা কপাল এখন ...। স্বপ্নে তো ক্ষতি নেই। ভালই মজা পেলাম।
২৪ মার্চ ২০১৫ রাত ০৪:৩৪
251751
দ্য স্লেভ লিখেছেন : ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পুটির বাপের কপাল যে সে পুটির মাকে পেয়েছে,আর পুটির মায়ের কপাল যে সে পুটির বাপকে পেয়েছে। দুজনে দুজনার Happy
310734
২৪ মার্চ ২০১৫ রাত ০২:০৫
গাজী সালাউদ্দিন লিখেছেন : আমি যদি সমালোচক হতাম, আপনার গল্পের ব্যপারে এতো সমালচনা করতাম যে, সারা দেশে আমার সমালচনা শোনার জন্য লেখকরা হুমড়ি খেয়ে পড়তেন। কিন্তু এক বুক কষ্ট নিয়ে যেতেন, কেননা তাঁদের লিখা ভাল হলেইতো ভাল গঠনমূলক সমালোচনা করবই! আপনার লিখা ভাল হয়েছে সবার লিখা ভাল হবে কেন?

আজকের গল্পটি খুব ভাল হয়েছে। গল্পের সংলাপগুলো সত্যি নেশা জাগায়, না পড়ে বা দৌড়িয়ে যাবার উপায় থাকে না। তাই এখন নয়ত তখন, সময় করে পড়ে নিলেই স্বস্তি আসে।

আমি টিয়া পাখিকে কি উপহার দেই জানেন? কিছুই দেই না, তবে দেই, বিনা পয়সায় একটা ভেটকি মাররাক হাসি!
২৪ মার্চ ২০১৫ রাত ০৩:৩০
251748
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : হাহাহাহাহাহাহRolling on the Floor (~~)
২৪ মার্চ ২০১৫ রাত ০৪:৩৭
251752
দ্য স্লেভ লিখেছেন : হেহেহে সেই ভেটকি মারা হাসিটার দাম অনেক। আল্লাহ আপনার টিয়া পাখিকে শান্তিতে রাখুক। যেখানেই থাকুক সুখে থাকুক। যদি দেখেন টিয়া উড়ে গেছে তাহলেও দোয়া করবেন,বুঝবেন সে ভাল আছে Rolling on the Floor Rolling on the Floor
310739
২৪ মার্চ ২০১৫ রাত ০৩:২৯
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : পুঁটির মা চরিত্রটা ভালোই, গল্পের ঘাথুনি গুলো চমৎকার! পুটির মা শিরোনামে অন্তত সাপ্তাহে একটি গল্প আমাদের উপহার দিবেন!


২৪ মার্চ ২০১৫ রাত ০৪:৩৮
251753
দ্য স্লেভ লিখেছেন : হাহাহাহা...পুটির বাপ হয়ে গেলাম মনে হচ্ছে। খারাপ না। তবে পুটির মা কিন্তু অনেক ভাল আমার কল্পনায় Happy Happy
310756
২৪ মার্চ ২০১৫ সকাল ০৭:১২
শেখের পোলা লিখেছেন : যাকে তাকে হুটকরে বাড়ির বৌ করে আনা চলবেনা বাবাজী, তা বলে দিলুম হাঁ৷
২৪ মার্চ ২০১৫ দুপুর ১২:০২
251817
দ্য স্লেভ লিখেছেন : ইনশাআল্লাহ পুটির বাপ এমন এক পুটির মাকে নিয়ে আসবে ,তখন বলবেন পুটির বাপের পছন্দ আছে..Rolling on the Floor Rolling on the Floor
310770
২৪ মার্চ ২০১৫ সকাল ০৯:২০
রাইয়ান লিখেছেন : মিষ্টি একটা প্রেমের গল্প পড়লাম এতক্ষণ ধরে .. Day Dreaming
গাছে কি কাঁঠাল ধরেছে , নাকি আগেই হাতে , মুখে আর গোঁফে তেল লাগিয়ে বসে আছেন ? Tongue Tongue
২৪ মার্চ ২০১৫ দুপুর ১২:০৪
251819
দ্য স্লেভ লিখেছেন : আমার কি শাহরিয়ার কবীরের মত গোফ আছে যে তেল মাখব ? আপাতত হাতে পায়ে মাখছি...Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
310780
২৪ মার্চ ২০১৫ সকাল ১০:১৬
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : পুঁটির মায়ের কপাল ভাল,
পুঁটির বাপ(দ্য স্লেভ) মানুষ ভাল।
তাঁর ভালবাসার তুলনা নেই।

এখন দেখা যাক, পুঁটির মা হওয়ার সৌভাগ্য কার হয়। Angel Angel Angel Rose Rose Rose
২৪ মার্চ ২০১৫ দুপুর ১২:০৬
251821
দ্য স্লেভ লিখেছেন : দোয়া করেন যেন পুটির বাপ দুনিয়াতে এবং আখিরাতে সৌভাগ্যশালী হয় Happy আপনাকে অনেক অনেক ধন্যবাদ
১০
310815
২৪ মার্চ ২০১৫ দুপুর ০৩:০০
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু!
স্বপ্ন দেখে দেখে রাত হয়েছে ভোর
বোন হয়ে ভাইকে বলি কি হয়েছে তোর?
ছিলি ভালো হইলি পাগল, বল পুটির মা টা কে?
ভাইকে ভালো করতে এবার বিয়ে দেব পুটির মার সাথে!
আসুন আসুন সব ব্লগার ভাই ও বোনেরা
একসাথে মিলে পুটির মাকে খুজে আনি!
আমাদের এই ভাইটির স্বপ্ন দেখে মাথা গরম হয়েছে তাই সকলে মিলে আপাতত মাথায় ঢালি পানি!
ভালো লাগলো অনেক ধন্যবাদ ভাইটিকে
২৪ মার্চ ২০১৫ রাত ০৮:২৭
251920
দ্য স্লেভ লিখেছেন : জীবনে প্রথমবার পুটির মা আর পুটির বাপকে নিয়ে কবিতা হল। Happy দারুন লিখেছেন। আপনার অন্তরের দোয়া,ভালবাসায় ধন্য হলাম ছোট ভাই হিসেবে। আশা করি আমৃত্যু এই ভালবাসা পাব। আল্লাহ আমাকে ধন্য করেছেন কিছু মহান মানুষের সান্নিধ্য দ্বারা,আপনি তাদেরই একজন। আল্লাহ আপনাকে ভাল রাখুন
১১
310889
২৪ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:১৬
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম!

Music Day Dreaming Praying Angel Happy Starআপনি যা শুরু করছেন তাতে তো শুধু নদী না আমাদের সমুদ্রেই সেচ দিতে হবে পুটির মা এর সন্ধানে! Tongue

লিখতে থাকুন আমরা পড়ে যাচ্ছি পরম আনন্দতায়..।
২৪ মার্চ ২০১৫ রাত ০৮:৩১
251921
দ্য স্লেভ লিখেছেন : পুটির মাকে পুরোটা ধরে ফেললে তো তখন ডায়ালগ হবে আভ্যন্তরিন,তখন তো ব্লগে কম লেখা হবে,তবে তখনকার বিষয়গুলো হবে বাস্তব। লেখার ভাষাটা পরিবর্তিত হবে। তবে পুটির মাকে যেন দ্রুত পাই সে ব্যাপারে দোয়া চাই। নদীর ধারে আর কতকাল বসে থাকব ! Waiting Waiting পুটিই যদি নাই পেলাম তবে কেন বসে থাকব ! তবে ইনশাআল্লাহ ধরব। ধরলে আপনাদেরকে দাওয়াত....Happy Happy
১২
311228
২৬ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:৩৮
২৬ মার্চ ২০১৫ রাত ০৯:০৮
252318
দ্য স্লেভ লিখেছেন : চিন্তা কইরেন না..পুটির মা পুটি মাছের মা নয়, সে যা তা নয়,তাই এই উপহার। আর সেটাও কিন্তু অতি ছোট্ট উপহার....Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
২৭ মার্চ ২০১৫ রাত ১২:৫৫
252373
সুমাইয়া হাবীবা লিখেছেন : আমি পুটির মা নয়, বাপকে নিয়ে চিন্তিত...Waiting Waiting Waiting
২৭ মার্চ ২০১৫ রাত ০৮:৪৯
252443
দ্য স্লেভ লিখেছেন : Waiting Waiting Waiting Waiting :Thinking :Thinking :Thinking :Thinking :Thinking আপাতত চিন্তা করতে থাকেন Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
২৭ এপ্রিল ২০১৫ সকাল ০৮:৪৯
258223
দ্য স্লেভ লিখেছেন : পুটির মাকে পাওয়া গেল কিনা সেটা পরের কথা..তবে একটা সাপ পেয়েছি...গোখরো সাপ। আপনি ছিলেন কোন গর্তে ?
১৬ মে ২০১৫ রাত ১০:৫৯
261497
সুমাইয়া হাবীবা লিখেছেন : Crying Crying Crying
১৩
316788
২৫ এপ্রিল ২০১৫ দুপুর ০২:১৪
সুমাইয়া হাবীবা লিখেছেন : পুটির মাকে কি পাওয়া গেলো????
২৫ এপ্রিল ২০১৫ দুপুর ০২:২৪
257938
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Time Out Time Out Time Out Time Out Time Out Time Out Time Out Time Out Time Out আপনি এতদিন কই ছিলেন? Frustrated Frustrated Happy Happy
২৬ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:৫৬
258131
সুমাইয়া হাবীবা লিখেছেন : অামার বাসায়। তুমি??

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File