রাজাকারদের দলে আরও একজন নিউ রাজাকার যোগ হয়েছে

লিখেছেন লিখেছেন মোবারক ২৪ ফেব্রুয়ারি, ২০১৫, ০১:১৬:০৩ রাত

রাজাকারদের দলে আরও একজন নিউ রাজাকার যোগ হয়েছে বিডি টাইম ১২ঃ৪০ মিনিট এ।তিনি আর কেও নন তিনি হচ্ছেন সাবেক আওয়ামীলীগ নেতা মাহমুদুর রহমান মান্না। একাত্তর টিভিতে ঢাকা ট্রিবিউনের সাংবাদিক জুলফিকার আলী মানিক একটি পত্রিকার কাটিং দেখিয়ে বলেন, ৭০ সালের আগে মাহমুদুর রহমান মান্না জামায়াত ইসলামীর একটি সংগঠন ছিল ইসলামী ছাত্র সংঘ তিনি ছাত্র জীবনে এই সংগঠন করতেন। মাহমুদুর রহমান মান্নার ছাত্র জীবন নিয়ে গবেষণা শুরু হয়েছে বলেও জানান, ঢাকা ট্রিবিউনের সাংবাদিক জুলফিকার আলী মানিক।

বিষয়: বিবিধ

১১০৬ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

305844
২৪ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০১:২৫
অষ্টপ্রহর লিখেছেন : মজা পাইলাম!
305845
২৪ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০১:৩৩
মোবারক লিখেছেন : আরও পাইবেন কিছু দিন পরে আসবে কত জন কে তিনি ধর্ষণ
করেছেন ৭১ সালে।
305865
২৪ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৮:৪০
আনিসুর রহমান লিখেছেন : May be put him for trail in ICT and obviuosly, verdict should be done by hung to death for his henious crime peole are not hear ever before!! his scale of crime greater than Kader Mullah
305874
২৪ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১০:০১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অ্যাঁ!!!
আমি তো জানতাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলিগ নেতা ছিলেন।
305882
২৪ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:১৬
মানবাধিকার চা্ই লিখেছেন : আওয়ামীলীগ চরম ভয়ে আছে, তারা এমন এক গর্তে ঢুকে দরজা লাগিয়ে বসে আছে, যার বাইরে বিষাক্ত সাপ আর বিচ্চু অপেক্ষমান। সব সময় ভয়ে থাকতে হয় কোন জায়গা দিয়ে না জানি ফুটো হয় । যতই ফুটো বন্ধ করার চেষ্টা করেন না কেন, ফুটো হবেই ।
305890
২৪ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:৫৫
হতভাগা লিখেছেন : মান্না এখন বড় নেতা হয়ে উঠবে ।

গ্রেফতার ও জেলে না গিয়ে বড় নেতা হয়েছে কে কবে ?
309657
১৮ মার্চ ২০১৫ দুপুর ০৩:২৬
গাজী সালাউদ্দিন লিখেছেন : সালাউদ্দিন কাদের ঠিকি বলেছেন, "এই দেশে এমন এক আশ্চর্য মেশিন আছে, যার এক দিক দিয়ে রাজাকার ঢুকালে অন্য দিক দিয়ে মুক্তিযোদ্ধা বের হয়ে আসে"।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File