রাজাকারদের দলে আরও একজন নিউ রাজাকার যোগ হয়েছে
লিখেছেন লিখেছেন মোবারক ২৪ ফেব্রুয়ারি, ২০১৫, ০১:১৬:০৩ রাত
রাজাকারদের দলে আরও একজন নিউ রাজাকার যোগ হয়েছে বিডি টাইম ১২ঃ৪০ মিনিট এ।তিনি আর কেও নন তিনি হচ্ছেন সাবেক আওয়ামীলীগ নেতা মাহমুদুর রহমান মান্না। একাত্তর টিভিতে ঢাকা ট্রিবিউনের সাংবাদিক জুলফিকার আলী মানিক একটি পত্রিকার কাটিং দেখিয়ে বলেন, ৭০ সালের আগে মাহমুদুর রহমান মান্না জামায়াত ইসলামীর একটি সংগঠন ছিল ইসলামী ছাত্র সংঘ তিনি ছাত্র জীবনে এই সংগঠন করতেন। মাহমুদুর রহমান মান্নার ছাত্র জীবন নিয়ে গবেষণা শুরু হয়েছে বলেও জানান, ঢাকা ট্রিবিউনের সাংবাদিক জুলফিকার আলী মানিক।
বিষয়: বিবিধ
১১২৪ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
করেছেন ৭১ সালে।
আমি তো জানতাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলিগ নেতা ছিলেন।
গ্রেফতার ও জেলে না গিয়ে বড় নেতা হয়েছে কে কবে ?
মন্তব্য করতে লগইন করুন