নিঃসঙ্গের সঙ্গী
লিখেছেন লিখেছেন মোঃ মাসুম সরকার আযহারী ২৪ ফেব্রুয়ারি, ২০১৫, ০১:৫১:৫৫ রাত
রুদ্ধদ্বার, নিরালায় বসে ভাবছো- আছো একা নির্জনে
লিখাতো হচ্ছে যা কিছু করছো প্রকাশ্যে বা গোপনে॥
দিতে তুমি ফাঁকি মানবচক্ষু করেছ নিজেকে অন্তরিন
ভুলে কি গেছ আছে যে সাথেই কিরামান কাতিবীন !?
ভয় কর, পাও তুমি লজ্জা, যাতে না পড়ে মানুষের দৃষ্টি
নেই ভয়-লাজ তাঁর থেকে যিনি করেছেন তোমায় সৃষ্টি !?
শয়তানের ছলনায় জড়িয়ে গেলে তুমি কোন পাপ কাজে
বলবে না কাঊকে, রাখবে তা গোপন হৃদয়-সিন্ধুক মাঝে॥
যা প্রকাশ করে মানুষ, অসম্মান করতে দ্বিধা করবে না কভু
তা গোপন রাখবেন, মার্জনা করবেন ক্ষমাশীল তোমার প্রভু॥
অজ্ঞ-পাপীদের তাওবার দরজা সতত রেখেছেন উন্মুক্ত।
ফিরান না খালি হাত, চায় যে মার্জনা হয়ে বিনীত-অনুতপ্ত॥
বিষয়: বিবিধ
১৩১৯ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক ধন্যবাদ ও জাযাকাল্লাহু খাইরান!!
মন্তব্য করতে লগইন করুন