চলে গেলেন ড. পিয়াস করিম স্যার
লিখেছেন লিখেছেন মোবারক ১৬ অক্টোবর, ২০১৪, ১২:৩১:৪০ রাত
টেলিভিশন টকশোর মাধ্যমে আমি ড. পিয়াস করিম স্যার চিনি ,প্রথম কবে ওনার টকশো দেখা হয়েছে মনে নেই।সাহসী কণ্ঠ সোচ্চার ছিল সব অন্যায় আর অনিয়মের বিরুদ্ধে। ক্ষমতাবানদের স্বভাবতই তা পছন্দ হয়নি। তবুও তিনি ছিলেন অটল। কিন্তু শেষ পর্যন্ত থেমে গেছে সে কণ্ঠ।
সকালে ঘুম থেকে উঠে অফিসে এসে যখন ফেসবুক খুলে যখন দেখলাম ড.পিয়াস করিম স্যার আর নেই, তখন নিজেকে সামলাতে পারছিলাম না। কারণ আমার খুব পছন্দের ব্যক্তি ছিলেন তিনি।যখন এ টকশো দেখার সময় হতো টেলিভিশনের পর্দায় খুজতাম ড. পিয়াস করিমের স্যারকে কোন চ্যানেল আছে । সত্য কথা বলার কারণে অনেকবারই তাকে সরকারসহ বিভিন্ন মহলের রোষানলে পড়তে হয়েছে। এরপরও তিনি পিছু হটেননি। সর্বদা সত্য কথা বলে গেছেন।
আমার দেশের কিছু মিডিয়া ড. পিয়াস করিম স্যার মৃত্যুর পর কিছু দলকানা লোকজন আজে বাজে মন্তব্য করছেন কলাম লিখছেন,তবে ব্যতিক্রম ছিল নেট দুনিয়ায়।আমার ফ্রেন্ড লিস্ট এ ১৯০০ উপরে ফ্রেন্ড আছে তার মধ্যে মাত্র ২জন কে পেয়েছি স্যার কে নিয়ে বাজে মন্তব্য শেয়ার করতে ,গত দুই দিন আমার ফেসবুক পাতা পিয়াস স্যার এর দখলে ছিল ।ভালবেসে অনেক ভক্তরা এই প্রয়াত সাহসী কণ্ঠ সোচ্চার প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্ট্যাটাসের মাধ্যমে স্মরণ করেছেন। আবার অনেক তার টকশোর অংশ বিশেষ শেয়ার করেছেন।
একটু সাহস করে সত্য বলার মত লোক কয়েকজনই ছিলেন। তাদের মধ্যে অন্যতম ড. পিয়াস করিম স্যার।কেউ বুঝে কিন্তু প্রতিবাদ করে না, কিছুই বলে না যদিও বলার , প্রতিবাদ করার ক্ষমতা , সুযোগ আছে। কেউ প্রতিবাদ করে, সত্যের পক্ষে বলে – এরাই আল্লাহর নিকট অধিক পছন্দের। সবাইকে তাঁর নিকট প্রত্যাবর্তন করতে হবে। ড. পিয়াস করিম দেশ ও দেশবাসীর পক্ষ হয়ে উঁনি সত্য বলার চেষ্টা করতেন। নিশ্চয় সৃষ্টিকর্তা উঁনাকে তার জন্য পুরস্কৃত করবেন।
বিষয়: বিবিধ
৯৯২ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সাহসি মানুষটি সকলের মনের কথা বলতেন।
মন্তব্য করতে লগইন করুন