পিয়াস করীম কে নিয়ে বিনপি ষড়যন্ত্র করছে
লিখেছেন লিখেছেন কাউসার আরিফ ১৬ অক্টোবর, ২০১৪, ১২:৫০:৪৮ রাত
ড. পিয়াস করিমের লাশ নিয়ে বিএনপি রাজনীতি করছেঃ- মেনন !
আগেই বলেছি বানর যতই বুইরা হোক গাছে চড়া বাদ দিবেনা..................
আলহাজ মেনন তাই না !
আমার এক 'দাদা' হজ্জ করে
আসার পর আমার সাথে দেখা,
আগে কুলাকুলি করে কিছুক্ষণ কথা বলতেই দাদা বলছে ,
"হায়রে চেহারারে"
আমি বললাম,
বুইরা শালা হজ্জ করে এসেও
স্বাভাব চেণ্জ হল না ?
আর হজে গিয়ে তাহলে ঐ দিকেই তাকিয়ে ছিলেন !!!
আরে ভাই হাজী সেলিমও তো হজ্জ করেছে !
তাই কি পরিবর্তন হয়েছে ?
২৮ অক্টবর ওর ভুমিকা দেখেন নাই ?
আর মেনন ! পুরাতন শয়তান,
ওর অবস্থা বলতে গেলে আমার ঐ দাদার মতই !
হজ্জ করে এসেই বদমায়েশী কথা বলা শুরু করেছে !
তাও আবার বলেছে পিয়াস
করিমের লাশ নিয়ে নাকি
বিএনপি রাজনীতি করছে !
আরে লাশের রাজনীতি হাছিনা,
ইনু, মেননরা তো ২০০৬ সাল
থেকেই শুরু করেছে,
আর এখন যেটা করছে সেটা খাটে উঠানো,
কাফনের কাপড় পরিহিত লাশ নিয়ে।
আর এই লাশ নিয়ে 'গেম' খেললে অনেক খেলা যেতে
পারে, যদি ভাল খেলোয়াড় মাঠে পাওয়া যেত,
কিন্তু খেলোয়াড় কৈ সব দেখি কুত্তা !
আমাদের লাশ নিয়ে খেলার দরকার নেই ।
তবে লীগেরা যা করতেছ মনে থাকে যেন।
ছাত্রলীগের ''বলদা'' সেক্রেটারি
"উল্টা" নাজমুলের উপস্থিতিতে দাম্ভিকতার সাথে বলছে,
'পিয়াস করিমের লাশ শহিদ মিনারে আনতে দেয়া হবেনা !
এবং আনতে চেষ্টা করলে প্রতিহত করা হবে !
কোন পাল্ট মন্তব্য করলাম না তবে,
একটু ধন্যবাদ দেই উল্টো !
কারণ ওদের বক্তব্যের মধ্যো দিয়ে বাংলাদেশে শহীদ মিনারের প্রয়োজনিয়তা কতটুকু
আছে, এটা এখন অনেক পাবলিক চায়ের টেবিলে আলোচনা করছে !
শহীদ মিনারে নিয়ে লাভ কি ?
হয়তোবা একদিন এই শহীদ মিনারেই যেতে চাইবেনা কেউ !
এবং মরণের আগে অনেকে
এটাও বলে যেতে পারে যে, "আমার লাশ যেন শহীদ মিনারে না নিয়ে,
কোন একটি মসজিদের সামনে নেয়া হয়"।
হে আল্লাহ ড. পিয়াস করিমের মত একজন গুণি মানুষের দাফন কার্যক্রম সুন্দর ভাবে করার তৌফিক দান কর ।
আর শেখ হাছিনাকে হেদায়াত দান কর ।
আর যদি না কর তবে আমাদের দাবি একটাই..............?
"যদি রাত পোহালেই শোনা যেত, শেখ হাছিনা বেঁচে নাই"
বিষয়: বিবিধ
৯৮০ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পড়লাম, জাযাকাল্লাহ.. দোয়া করি
মন্তব্য করতে লগইন করুন