জেদ্দায় দুই সাংবাদিককে গণসংবর্ধনা

লিখেছেন লিখেছেন মোবারক ০৬ আগস্ট, ২০১৪, ০২:০৫:৪১ দুপুর



একটা অনলাইন পত্রিকার জন্য লেখা আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না,

সৌদি আরবের জেদ্দায় দুই সাংবাদিককে গণসংবর্ধনা দেয়া হয়েছে। সংবর্ধিত সাংবাদিকরা হলেন; বাংলাভিশনের জাহাঙ্গীর আকন্দ ও আহমেদ সরোয়ার। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাভিশন টেলিভিশনের জেদ্দা প্রতিনিধি সোহেল রানার উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাভিশনের সাংবাদিক জাহাঙ্গীর আকন্দ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আহমেদ সরোয়ার।

প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর আকন্দ বলেন, অনভ্যাসের ফোঁটা কপালে চড়চড় করে, আমাদেরও সেই ব্যাপারটা হচ্ছে আমরা আসলে সবার সংবাদ সংগ্রহ করি।



মানুষ বক্তব্য রাখে অনুষ্ঠান করে আমরা টিভিতে প্রচার করি, আমাদের কে নিয়ে অনুষ্ঠান হবে আমরা চিন্তাও করি নাই। আপনারা হয়তো আমাদের কে অনেক বড় করে দেখছেন কিন্তু আমরা এই অনুষ্ঠান এর যোগ্য না।

আমরা রাজনীতি করি না সামাজিক কোন সংগঠন ও করি না, আমরা জাস্ট চাকরি করি সাংবাদিকতা করি, আপনারা প্রবাসীরা যে সম্মান দেখিয়েছেন, আমরা অভিভূত।

এটা আমাদের নুতন অভিজ্ঞতা আপনাদের মূল্যবান সময় থেকে আমাদের যে সম্মান দিয়েছেন, আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ, আমরা দুই জন সারা জীবন আপনাদের মনে রাখব।

আমরা যথাযথ চেষ্টা করবো যদি আপনাদের কর্মকাণ্ডে আসতে পারি। দেশ থেকে আমরা কোন উপকারে আসতে পারি আপনারা সোহেল রানার মাধ্যমে যোগাযোগ করবেন। কৃতজ্ঞ জেড এস স্পোটিং ক্লাব, জেদ্দা

বিশেষ অতিথি হিসেবে আহমেদ সরোয়ার বলেন, আমরা এই প্রবিত্র সফরে এসেছি আমরা মহান রাব্বুল আলামিনের কাছে পার্থনা করি। আপনাদের যে আন্তরিকতা দেশের প্রতি যে ভালবাসা এটা যেন আমাদের সবার মাঝে দেশে যারা আমরা অবস্থান করি সবার মাঝে ছড়িয়ে পড়ুক।

আমাদের বাংলাদেশ টা আরও সুন্দর হউক, আপনারা এখানে যেভাবে সৌদি আরব কে দেখছেন, যে ভাবে বাংলাদেশকে দেখতে চান। সেভাবে বাংলাদেশটা গড়ে উঠক। এই প্রত্যাশা করি।



অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেড এস স্পোর্টি ক্লাবের সাধারণ সম্পাদক জোবায়ের আহমেদ জুয়েল। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিলন, এন টিভির করেসপন্ডেন্ট মাসুদ সেলিম, জেড. এস স্পোটিং ক্লাব এর সাংগঠনিক সম্পাদক দেলয়ার, রুবেল, কফিল আহমেদ, আবদুল মতিন, জিয়াউর রহমান, সাইফুর রহমান, আব্দুল্লা আল সাঈদ সাগর প্রমুখ।

বিষয়: বিবিধ

৯৮৬ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

252077
০৭ আগস্ট ২০১৪ রাত ০৯:৩৩
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : অনেক ভালো কাজ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File