সড়ক দুরঘটনা এড়াতে যানবাহন সতর্ক এলারম সফটঅয়্যার চাই-
লিখেছেন লিখেছেন আলইগ ইবনে লেণদুপ দোরজি বিন মিরজাফর ০৬ আগস্ট, ২০১৪, ০১:৩৩:২৬ দুপুর
৪ঠা আগস্ট সোমবার সকাল ১১ টায় মাওয়া ঘাটের কাছেই ডুবে গেল ১টা লঞ্চ আর ২৫০ প্রান হারিয়ে গেল চীরতরে।এত কঠিন মৃত্যুর জন্য কারা দায়ী?সরকারী কাণ্ডারিরা কি তা জানেন না?দেখুন কিভাবে ওরা আমাদের ছেরে চলে যাচ্ছে-http://youtu.be/SG5ccPHLRFk
আর যদি নাই জানেন তবে খুজে বের করতে হবে কারা এর জন্য দায়ী।যারা লঞ্চ বা যানবাহন পেশার সাথে জড়িত তাদের বিশেষ প্রশিক্ষেনের ব্যাবস্থা করা যেতে পারে।কিভাবে যানবাহন দুরঘটনা এড়ানো যেতে পারে? সেই ব্যাপারে কমপিউটার ভিত্তিক সফটয়ার তৈরী করে তা প্রতিটি গাড়ী,লঞ্চে সংযোজন করা যেতে পারে।সফটয়ারগুলোতে থাকবে বিশেষ সতর্কবাণী, যখন দেখবে অতিরিক্ত যাত্রী তুলা হয়েছে,যানবাহন ত্রুটি থাকলে,এলোমেলো গাড়ি চালানো ইত্যাদি ব্যাপারে সফটওয়্যার থেকে এলারম আসবে।আর এসব সতর্কবাণী যাতে যাত্রীরা শুনতে পায় সে ব্যাবস্থা করতে হবে।শুধু যানবাহন চালকরা দেখলে হবে না কারন উনারা ঐ এলারম গোপন করতে পারেন। যানবাহন মালিক, চালকেরা বেশী টাকা আয় করার জন্য যাত্রীদের কাছে তা প্রকাশ করবেন না।এ ব্যাপারে সরকারীভাবে শীঘ্র আইন করা উচিত যাতে ঐ সফটওয়্যার এলারমগুলো বানানো হয় আর তা গাড়তে,লঞ্চে সংযোজন করা হয়।সরকারী এ আইনের ফলে অনেক যাত্রীর প্রান রক্ষা হবে আর ডিজিটাল বাংলাদেশ গড়ার সপ্ন সার্থক হবে।
বুয়েটের ইঞ্জিনিয়ার ভাই বোনদের বলব তারা যেন খুব শীঘ্র যানবাহন এলারম তৈরী করেন।এই এলারম তৈরীর মাধ্যমে অনেক জীবন,পরিবার রক্ষায় এগিয়ে আসবেন দয়া করে।একমাত্র উপার্জনক্ষম লোকটি দুরঘটনায় মারা গেলে অনেক পরিবার পথে বসে যায়।আর পথে বসা পরিবারগুলোত সরকারীভাবে কোন সাহায্য পায় না,যেমনটি পায় সরকারী লোকেরা।তাই খুব শীঘ্র ১টা যানবাহন দুরঘটানা এলারম তৈরী করুন আর তা প্রয়োগে সরকারকে বাধ্য করুন। সরকারের উচিত কিছু টাকা এ ব্যাপারে ব্যয় করা।আপনাদের কাছেতো জনগণেরই টাকা কিছু টাকা এ সফটয়ার তৈরিতে ঢালুন।আর বিরোধীদলগুলো ক্ষমতায় যাওয়ার জন্য আনদোলন করে কিন্তু পাবলিক জীবন নিরাপত্তার জন্য কোন আন্দোলন করে না কেন?এ ব্যাপারে বিরোধীদলেরা ভুমিকা নিতে পারে।আমাদের নায়ক ইলিয়াস কাঞ্চন সাহেব অনেক চেস্টা করে যাচ্ছেন সেজন্য তাকে ধন্যবাদ, এরকম আমাদের সবারই উচিত যানবাহন দুরঘটনা এড়াতে জনসচেতনতা বাড়াতে এগিয়ে আসা।
বিষয়: বিবিধ
১২৪০ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যাত্রীদের জীবনের কথা মাথায় রাখতে হবে পরিবহনের সাথে সংশ্লিষ্ট সকলের ।
রাস্তা ঘাট মেরামত করতে হবে টপ লেভেলের পর্যায়ের । নদী পথকেও করতে হবে জন্জাল মুক্ত । অন্যান্য পরিবহনের জন্যও একই পদ্ধতি অনুসৃত হবে ।
গাফিলতির জন্য কোন ক্ষতি হলে ২৫,০০০ টাকা নয় , আজীবন ভরনপোষন করবে সংশ্লিষ্ট পরিবহন সংস্থা । না পারলে সেটা সরকারকেই করতে হবে ।
পুরো যান বাহন গুলো বিক্রি করে সেটা দিয়ে কটকটি খাওয়ানোর ব্যবস্থা করতে হবে । নতুন যান বাহন আনাতে হবে বড় বড় ঋণ খেলাপি ও ব্যবসায়ীদের দিয়ে ।
ট্যাক্স দেই বলে এসব মানতে বাধ্য থাকবে সংশ্লিষ্ট সবাই ।
আর সবার আগে যাত্রীদেরকেই সাইজ করতে হবে । জীবনের রিস্ক নিয়ে ওঠা বন্ধ করাতে হবে , '' শিকড়ের টানে গ্রামে যেতেই হবে '' এরকম মন মানসিকতা পরিহার করতে হবে । এর ব্যতায় ঘটলে নিজের রিস্ক নিজের ।
মন্তব্য করতে লগইন করুন