আমার এলাকার একটা ঘটনা নিয়ে লেখা।
লিখেছেন লিখেছেন মোবারক ২২ মে, ২০১৪, ১২:১২:২৭ রাত
এক/ আপনার সাথে আমার রাজনৈতিক বিরোধ অথবা সম্পতি নিয়ে বিরোধ
তায় বলে কি আপনে তার ঘর বাড়ীতে আক্রমণ করবেন ?
দুই/ অতীতে যদি আপনে তার ধারা ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, আপনে আইন এর আশ্রয় নিন। আইন এর আশ্রয় এই জন্য বলছি আমার বাড়ীতে আক্রমণ করার ক্ষমতা যখন আপনার আছে, পুলিশ দিয়ে তাকে গ্রেপ্তার এর ক্ষমতাও আছে,আইন এর মাধ্যমে যদি আপনে যেতেন ভবিষ্যতে আপনে ঘর বাড়ি ছাড়া লাগতো না বলে মনে করি আমি, এই লোকটির ঘর বাড়ীতে আক্রমণ করে আপনে তার চির শত্রু হয়ে গেলেন।
তিন/ যে নেতার কথায় যে সব ছেলে এই সব কর্ম কাণ্ডে অংশ গ্রহণ করে তারা কি চিন্তাা করে ভবিষ্যতে এই নেতাকে তারা কি কাছে পাবে?উত্তর হচ্ছে। না।
চার/ একটা ঘটনার প্রতিষোধ নিতে গিয়ে আরো কয়েক টা ঘটনার জন্ম
হয়, আমরা কি পারিনা আইন এবং সালিশ এর মাধ্যমে এই সব বিষয় সমাধান করতে। যদিও আমাদের আইন নিয়ে অনেক প্রশ্ন আছে তবুও ভাল সরাসরি আক্রমণ করার চেয়ে।
পাঁচ/শেষ কথা, আমাদের সকলের মনে থাকা উচিত আমার যে কোন সময় মৃত্যু হতে পারে ,আমরা যদি সব সময় আল্লাহ্ কে সরণ রাখি মনে প্রানে, খারাপ চিন্তা আমাদের মাথায় আসবে না। আমাদের কে আল্লাহ্ সরল ও সঠিক পথ দেখান ।। আমিন।
বিষয়: বিবিধ
৯৫৪ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন