বঙ্গোপসাগরে ভুকম্পন

লিখেছেন লিখেছেন রিদওয়ান কবির সবুজ ২১ মে, ২০১৪, ১১:১৩:০৫ রাত

আজ রাত সাড়ে দশটার দিকে বাংলাদেশ,ভারত সহ দক্ষিন এশিয়ার বিভিন্ন জায়গাতে ভুকম্পন অনুভুত হয়েছে। প্রাপ্ত সংবাদ অনুযায়ি খুলনার দক্ষিনদিকে এবং ভারতের বিশাখাপটনম বন্দরের দুইশত কিলোমিটার পূর্বে এই ভুমিকম্পের কেন্দ্রস্থল ছিল। এর মাত্রা ছিল ৫.৬ ম্যাগনিচুড। তবে এই ভুমিকম্পের ফলে কোন সুনামির সম্ভাবনা নাই বলে ইতমধ্যে জানান হয়েছে।

আল্লাহর শুকরিয়া আমরা একটি বড় বিপদের থেকে বেচে গিয়েছি। ৫.৬ ম্যাগনিচুড এর ভুমিকম্পের কেন্দ্র যদি সমুদ্রে না হয়ে মাটিতে হতো সেক্ষেত্রে তা বিপদজনক ও ক্ষয়ক্ষতিকর হতে পারত। মুল কম্পন টি সমুদ্রে হওয়ায় তার অনেক শক্তি সমুদ্রে হারিয়ে গিয়েছে। তবুও ভারতের উত্তরাঞ্চলের দিল্লি পর্যন্ত এই কম্পন অনুভুত হয়েছে। বাংলাদেশেও ঢাকা চট্টগ্রাম সহ অনেক এলাকাতে এটি অনুভুত হয়েছে।

আসুন আমরা সবাই শুকরিয়া আদায় এবং দুয়া করি আল্লাহতায়লা যেন আমাদের সব ধরনের বিপদ থেকে নাজাত দেন।



সম্ভাব্য কেন্দ্রস্থল।

বিষয়: বিবিধ

১১৭৮ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

224415
২১ মে ২০১৪ রাত ১১:১৬
নোমান২৯ লিখেছেন :




তাহলে অবশ্যই আলহামদুলিল্লাহ বলতে হয় । আলহামদুলিল্লাহ । ধন্যবাদ ভাইয়া । Good Luck Good Luck
২১ মে ২০১৪ রাত ১১:৪৩
171617
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আলহামদুলিল্লাহ। ধন্যবাদ।
224417
২১ মে ২০১৪ রাত ১১:২৮
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : শুকরিয়া শুকরিয়া বহুত শুকরিয়া
২১ মে ২০১৪ রাত ১১:৪৩
171619
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কার শুকরিয়া আদায় করলেন ভাই????!!!
আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার প্রয়োজন।
224418
২১ মে ২০১৪ রাত ১১:২৮
সন্ধাতারা লিখেছেন : অনেক ধন্যবাদ জানানোর জনয়ে
২১ মে ২০১৪ রাত ১১:৪৩
171620
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
224422
২১ মে ২০১৪ রাত ১১:৩৪
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আসুন আমরা সবাই শুকরিয়া আদায় এবং দুয়া করি আল্লাহতায়লা যেন আমাদের সব ধরনের বিপদ থেকে নাজাত দেন।
২১ মে ২০১৪ রাত ১১:৪৪
171621
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমিন।
ধন্যবাদ সুন্দর মন্তব্যটির জন্য।
224439
২২ মে ২০১৪ রাত ১২:২২
গোলাম মাওলা লিখেছেন : আমির একটু অনুভূত হয়
২২ মে ২০১৪ রাত ১২:৫৭
171642
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আপনির একটু শুধু!!!!
224478
২২ মে ২০১৪ রাত ০৪:৪১
প্যারিস থেকে আমি লিখেছেন : আলহামদুলিল্লাহ।
২২ মে ২০১৪ সকাল ১০:২৬
171736
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ধন্যবাদ মন্তব্যটির জন্য।
224589
২২ মে ২০১৪ দুপুর ১২:৫২
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : ঐ সময়ে শুধু আমার পালংটা কেপে উঠেছে । অবাক করার বিষয় হচ্ছে বাসার কেউ বুঝতে পারেনি । শুধুই আমি, পরে আমি ও বোকা বনে গেছি । At Wits' End
২২ মে ২০১৪ রাত ১০:১৯
172060
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বোকা বনলেন কেন???
একটু পরেই তো টেলিভিশন আর ইন্টারনেট এ সংবাদ এসে গিয়েছিল।
224678
২২ মে ২০১৪ বিকাল ০৪:০৭
আহমদ মুসা লিখেছেন : আমি ঐ সময়ে গাড়ীতে ছিলাম বিধায় ভুমিকম্পের ভাইব্রেশন বুঝার সুযোগ হয়নি।
২২ মে ২০১৪ রাত ১০:১৯
172061
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : খুব বেশি সময় ধরে হয়নি তাই গাড়িতে বুঝা সম্ভব ছিলনা।Tongue

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File