বঙ্গোপসাগরে ভুকম্পন
লিখেছেন লিখেছেন রিদওয়ান কবির সবুজ ২১ মে, ২০১৪, ১১:১৩:০৫ রাত
আজ রাত সাড়ে দশটার দিকে বাংলাদেশ,ভারত সহ দক্ষিন এশিয়ার বিভিন্ন জায়গাতে ভুকম্পন অনুভুত হয়েছে। প্রাপ্ত সংবাদ অনুযায়ি খুলনার দক্ষিনদিকে এবং ভারতের বিশাখাপটনম বন্দরের দুইশত কিলোমিটার পূর্বে এই ভুমিকম্পের কেন্দ্রস্থল ছিল। এর মাত্রা ছিল ৫.৬ ম্যাগনিচুড। তবে এই ভুমিকম্পের ফলে কোন সুনামির সম্ভাবনা নাই বলে ইতমধ্যে জানান হয়েছে।
আল্লাহর শুকরিয়া আমরা একটি বড় বিপদের থেকে বেচে গিয়েছি। ৫.৬ ম্যাগনিচুড এর ভুমিকম্পের কেন্দ্র যদি সমুদ্রে না হয়ে মাটিতে হতো সেক্ষেত্রে তা বিপদজনক ও ক্ষয়ক্ষতিকর হতে পারত। মুল কম্পন টি সমুদ্রে হওয়ায় তার অনেক শক্তি সমুদ্রে হারিয়ে গিয়েছে। তবুও ভারতের উত্তরাঞ্চলের দিল্লি পর্যন্ত এই কম্পন অনুভুত হয়েছে। বাংলাদেশেও ঢাকা চট্টগ্রাম সহ অনেক এলাকাতে এটি অনুভুত হয়েছে।
আসুন আমরা সবাই শুকরিয়া আদায় এবং দুয়া করি আল্লাহতায়লা যেন আমাদের সব ধরনের বিপদ থেকে নাজাত দেন।
সম্ভাব্য কেন্দ্রস্থল।
বিষয়: বিবিধ
১১৭৮ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তাহলে অবশ্যই আলহামদুলিল্লাহ বলতে হয় । আলহামদুলিল্লাহ । ধন্যবাদ ভাইয়া ।
আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার প্রয়োজন।
ধন্যবাদ সুন্দর মন্তব্যটির জন্য।
একটু পরেই তো টেলিভিশন আর ইন্টারনেট এ সংবাদ এসে গিয়েছিল।
মন্তব্য করতে লগইন করুন