বাংলাদেশের গণতন্ত্র আরেকবার শহীদ হল।
লিখেছেন লিখেছেন আইল্যান্ড স্কাই ১৫ ডিসেম্বর, ২০১৩, ০৭:১৭:১০ সন্ধ্যা
১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী দিবসে বাংলাদেশের গণতন্ত্র আরেকবার শহীদ হল। নির্বাচনের নামে ১৫১ জন প্রার্থী এককভাবে নির্বাচিত হয়ে যে প্রহসন তৈরি হল, এটি গণতন্ত্রের শাহাদাৎ প্রতিরূপ। বিজয়ের মাসে আরেকবার গণতন্ত্রের পরাজয় হল। সমঝোতার ট্রেন স্টেশন ছেড়ে চলে গেছে। এখন আর সমঝোতাও হবে না। সংঘাত আরও বেশি ঘনীভূত হবে, সংকট আরও বেশি প্রবল হবে। দুঃখজনকভাবে আরও রক্ষপাত হবে।
রোববার আরটিভির ‘আওয়ার ডেমোক্রেসি’ টকশোতে রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ড. পিয়াস করিম এসব কথা বলেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন দৈনিক সমকালের ব্যবস্থাপনা সম্পাদক আবু সাঈদ খান।
ড. পিয়াস করিম বলেন, জনগণের আকাঙ্খা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে যেন নির্বাচন হয়। বিএনপি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আন্দোলন করছে। আর এদিকে আওয়ামী লীগ বলছে বিএনপি যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য আন্দোলন করছে। আজ গণতন্ত্রের জন্য কোনো আকাক্সক্ষা নেই, নির্দলীয় সরকার নিয়ে কোনো বির্তক নেই, সংবিধানিক কোনো সংকট নেই। প্রধানমন্ত্রীর কাছে সবকিছু যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে।
তিনি বলেন, সাধারণ মানুষ সুশাসন চায়, ভালো করে খেতে চায়, ভালোভাবে ঘুমাতে চায়, ছাত্রছাত্রী স্কুলে যেতে চায়। এখন বাংলাদেশে এমন একটি দল যদি প্রতিষ্ঠিত হয় যারা সাধারণ মানুষের কাছে সহজেই যেতে পারবে, তারাই বর্তমান সময়ে সাধারণ মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠবে। লাখো মানুষ তাদের ফুলের মালা দিয়ে অভিনন্দন জানাবে।
বিষয়: বিবিধ
৮৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন