দেশের মিডিয়া বিধবা হয়ে ঘরের কোনে বন্দী

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ১৫ ডিসেম্বর, ২০১৩, ০৭:১০:২৩ সন্ধ্যা

বাংলাদেশ আজ রক্তের সাগরে বাসছে ,আজ দেশ জুড়ে শুধু লাশের মিছিল।দেশ থেকে শুধু খবর আসতেছে নিহত ও আহতদের। হতাহতের অধিকাংশ দেশের প্রশাসনের বন্দুকের গুলিতে নয়তো আওয়ামীলীগের সন্ত্রাসীদের গুলিতে ,চাপাতির আঘাতে হতাহত হচ্ছে। দেশের মিডিয়া আজ বিদবার মত ঘরের কুনে বসে আছে তাদের বাহিরে যাওয়া বন্ধ। দেশের মিডিয়া আজ অন্ধত্বের পাঠ নিয়েছে তারা কিছুই দেখবে না দেখাতে চাইবে না। বিগত এক মাসে ১০০ জনের অধিক দেশের সম্পদ মানুষ কে পশুর মত গুলি করে না হয় চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রশাসন ও ১৪ দলের গুন্ডারা।কিন্তু এই হতাহতের খবর দেশের হলুদ মিডিয়ায় স্তান পায়নি।টেলিভিশনে এসব খবর প্রকাশ সপ্নের মত কারণ আজ দেশের টিভি চ্যানেল সরকারের দালালিতে ব্যস্ত। দিগন্ত ও ইসলামিক টিভি বন্ধ এই দুটি টিভি ছিল যারা সাদা কে সাদা বলতো আর কালো কে কালো। প্রিন্ট বন্ধ হওয়া আমার দেশ পত্রিকা তাদের ওয়েভ সাইটে এবং নয়া দিগন্ত পত্রিকা দেশের সঠিক চিত্র তুলার চেষ্টায় রয়েছে।এবং ফেসবুকের মাধ্যমে কিছু খবর পাওয়া যাচ্ছে । দেশের রাজনৈতিক ব্যাক্তিদের আজ নিজ ঘরে গিয়ে হত্যা করে আসতেছে আওয়ামীলীগের পুশাগুন্ডা ও সাথে পুলিশ ,কিন্তু হলুদ মিডিয়ায় সে খবর আসে না। রাস্তায় প্রতিবাধি মানুষের উপর বিনাউস্কানিতে পুলিশ গুলি চালিয়ে পাখির মত খুন করতেছে সেই খবর মিডিয়ায় আসে না। কে বা কারা গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে সেই খবর জামায়াত শিবির বা ১৮ দলের উপর চাপিয়ে লিড খবর করতেছে কিন্তু লাশের পর লাশ হচ্ছে দেশের জনগণ তা খবরই মনে করে না দালাল মিডিয়া।

প্রশ্নবিদ্ধ বিচারক দিয়ে কসাই কাদেরের ১৯৭১ সালের অপরাধ কে দেশের ইসলামিক নেতা সাংবাদিক শহীদ আবুল কাদের মোল্লাকে ফাসিতে জুলিয়ে হত্যার মাধ্যমে দেশের বিচার বিভাগকে কলঙ্কিত করেছে হাসিনার সরকার। সেই কলঙ্কের ভাগ নিতে রাজি কিন্তু সঠিক তত্ত্ব খুজার প্রয়োজন মনে করে না দালাল মিডিয়া।১৯৭১ সালের একজন অপরাধী কসাই কি করে ১৯৭৪ সালে বিডিআর সেন্ট্রাল পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন ? বাইশরশি শিব সুন্দরী একাডেমিতে শিক্ষকতা এবং বাংলাদেশের সরকার দ্বারা পরিচালিত (তখনকার রাষ্টপ্রধান ছিলেন শেখ মুজিব ) ইসলামিক ফাউন্ডেশনেও চাকরি করেন ?একজন অপরাধী ১৯৮২-৮৩ সালে পরপর দুই বার ঢাকা ইউনিয়ন অব জার্নালিস্ট (ডিউজে) সহসভাপতির দায়িত্ব পালন কি করে করলেন ?তাও আবার সাংবাদিকদের ভোট নির্বাচিত হয়ে ?৪২ বছর কি করে দেশের মাটিতে রাজনীতি করলেন বর্তমান প্রধানমন্ত্রীর সাথে ও তার রাজনৈতিক সাক্ষাত হয়েছিল । এই সব প্রশ্ন হলুদ মিডিয়া খুজবে না কারণ তারা যে হলুদ ,তারা যে অন্ধ,তারা যে বিধবা। তবে একদিন সকল প্রশ্নের জবাব জনসম্মুখে প্রকাশ হবে বলে বিশ্বাস করি।

শহীদ আবুল কাদের মোল্লাকে হত্যা করে কান্ত হয়নি সরকার তার জানাজায় শহীদের সন্তানদের অংশ নিতে দেয় নি প্রথমে পুলিশ দিয়ে গ্রেপ্তার করিয়েছে পরে সন্ত্রাস দিয়ে আহত করেছে যার ফলে তারা গ্রামের বাড়িতে গিয়ে জানাজায় উপস্তিত হতে পারে নি।এর চেয়ে মানোবতা বিরুধী কাজ আর কি হতে পারে ?এসব হলুদ মিডিয়া চুখে দেখে না।সরকারের সকল অপকর্মের ভাগ হলুদ মিডিয়া নিজ ইচ্ছে গ্রহণ করতেছে ,আগামীতে যদি দেশে জনগনের কল্যাণের সরকার ক্ষমতায় আসে তাহলে বর্তমান সরকারের সকল অপকর্মের বিচারের পাশাপাশি হলুদ মিডিয়ার ও বিচার সময়ের দাবি।

বিষয়: বিবিধ

১৩৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File