শান্তিপূর্ণভাবে বিজয় দিবস পালনে জামায়াতের আহ্বান

লিখেছেন লিখেছেন পত্রিকার পাতা থেকে ১৫ ডিসেম্বর, ২০১৩, ০৬:৫৭:৪৫ সন্ধ্যা



আগামীকাল সোমবার মহান বিজয় দিবস শান্তিপূর্ণভাবে পালনের আহ্বান জানিয়েছে একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী জামায়াতে ইসলামী।

রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এ আহ্বান জানান।

তিনি সারা দেশে গুলি চালিয়ে পাখির মত মানুষ হত্যার নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে জামায়াত ও ১৮ দলীয় জোটের সকল কর্মসূচি গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণভাবে পালনে সরকারের সহযোগিতা চান।

ডা. শফিকুর অভিযোগ করেন, ‘আবদুল কাদের মোল্লাকে পরিকল্পিত হত্যাকাণ্ডের পর সরকারের আইনশৃঙ্খলা ও দলীয় ক্যাডার বাহিনী গুলি চালিয়ে সারা দেশে নির্বিচারে মানুষ হত্যা করছে। লক্ষ্মীপুর জেলা জামায়াতের নায়েবে আমির ডা. ফয়েজ আহমাদকে বাসায় ঢুকে হত্যা করে ছাদ থেকে ফেলে দেয়। নোয়াখালী ও নীলফামারীতে গণহত্যা চালিয়েছে সরকার। নোয়াখালীতে ৮ জন, নীলফামারীতে ৭ জনকে গুলি করে হত্যা করা হয়েছে।’

তিনি বলেন, ‘সরকার গত ৭২ ঘণ্টায় ৩৬ জন মানুষকে হত্যা করেছে। গড়ে প্রতি ২ ঘণ্টায় ১ জন মানুষকে হত্যা করা দুনিয়ার ইতিহাসে নজিরবিহীন ঘটনা। মানুষের রক্তে ভাসছে দেশ।’

জামায়াত সেক্রেটারি বলেন, ‘একদিকে গুলি করে মানুষ হত্যা করছে, অপরদিকে নির্বাচনের নামে তামাশা করছে। ইতোমধ্যে সরকারি জোটের ১৫৪ জন নির্বাচন ছাড়াই বিজয়ী হয়ে এক নতুন কলঙ্কিত ইতিহাস সৃষ্টি করেছে। গণতন্ত্র, সংবিধান ও মানুষের সঙ্গে এটা এক নির্মম পরিহাস।’

তিনি আবদুল কাদের মোল্লার হত্যাকাণ্ডের প্রতিবাদে ও মানুষের ন্যায্য ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে জামায়াত এবং ১৮ দলীয় জোটের সকল গণতান্ত্রিক কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালনে দেশবাসীর প্রতি আহ্বান জানান।

নিজস্ব প্রতিবেদক

আরটিএনএন

ঢাকা:

বিষয়: বিবিধ

১০৫৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File