পুলিশ পাহারায় ধর্মনিরপেহ্ম নাস্তিকদের দোসর ফরিদ উদ্দিন মাসউদের ইমামতি
লিখেছেন লিখেছেন আইল্যান্ড স্কাই ১৪ আগস্ট, ২০১৩, ০১:৪৮:০৩ রাত
প্রতিবারের মতো এবারো দেশের বৃহত্তম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহে। এ জামাতে কিশোরগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন স্থানের লক্ষাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। বিতর্কিত আলেম মাওলানা ফরিদউদ্দিন মাসউদ এ জামাতের ইমামতি করায় এবং এ নিয়ে স্থানীয় জনগণের মধ্যে অসন্তোষের আশঙ্কায় প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয় নজিরবিহীন নিরাপত্তাব্যবস্থা। পুলিশ, আর্মড পুলিশ ও র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সহস্রাধিক সদস্যের সমন্বয়ে গড়ে তোলা হয় চার স্তরের নিরাপত্তাবলয়। মাঠজুড়ে এবং আশপাশের এলাকায় প্রথমবারের মতো বসানো হয় ৬০টি সিসি ক্যামেরা ও স্থাপন করা হয় ১১টি ওয়াচ টাওয়ার। মাঠের ২৮টি প্রবেশপথে মেটাল ডিটেক্টর দিয়ে মুসল্লিদের দেহ তল্লাশি করা হয়। শাহবাগের কথিত গণজাগরণ মঞ্চে গিয়ে নাস্তিক ব্লগারদের সাথে একাত্মতা পোষণকারী বিতর্কিত আলেম ফরিদউদ্দিন মাসউদের ইমামতিকে কেন্দ্র করে স্থানীয় লোকজনের মধ্যে অসন্তোষ থাকায় ফরিদউদ্দিন জামাত শুরুর কিছুক্ষণ আগে কড়া পুলিশ পাহারায় মাঠে এসে উপস্থিত হন। প্রতি বছর জামাত শুরুর আগে ঈদগাহের ইমাম বক্তৃতা করলেও শোলাকিয়া মাঠের ইতিহাসে এবারই প্রথম কোনো ইমাম বক্তৃতা করেননি। ফরিদউদ্দিন মাসউদের এক সহকারী ইমামের পরিচয় ও তার গুণ-কির্তন শুরু করে ইমামের বক্তৃতার ঘোষণা দিলে হাজারও মুসল্লি হইচই শুরু করেন। এ পরিস্থিতিতে ইমাম ফরিদউদ্দিন মাসউদ বক্তৃতা থেকে বিরত থাকেন। কিশোরগঞ্জের জেলা ও দায়রা জজ আ ম মোহাম্মদ সাঈদ, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো: জিল্লুর রহমান, জেলা প্রশাসক মো: সিদ্দিকুর রহমান, পুলিশ সুপার মো: আনোয়ার হোসেন খান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল, সদর উপজেলা চেয়ারম্যান ডা: মো: আবদুল হাইসহ জাতীয় ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা ঈদের জামাতে অংশগ্রহণ করেন। উল্লেখ্য শোলাকিয়া ঈদগাহের মোতাওয়াল্লি ও বিগত কমিটি নিযুক্ত মাঠের নির্ধারিত ইমাম বড় বাজার জামে মসজিদের খতিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক মুফতি মাওলানা আবুল খায়ের মোহাম্মদ ছাইফুল্লাহ্কে সরিয়ে দিয়ে বর্তমান সরকার ফরিদউদ্দিন মাসউদকে ইমাম নিয়োগ দেয়। প্রতিবাদে ঈদগাহের মোতাওয়াল্লি ও ঈশা খাঁর বংশধর এ মাঠের জমিদাতা পরিবারের সদস্যরা এ জামাতে অংশ নেননি।
সুত্র: সিলেটের আলাপ.কম/আ
বিষয়: বিবিধ
১৭২৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন