"অধিকারের" ভন্ডামি ধরা পরে গেছে !!

লিখেছেন লিখেছেন মোনের কোঠা ১৪ আগস্ট, ২০১৩, ০২:২১:০০ রাত

"অধিকারের" ভন্ডামি ধরা পরে গেছে !!

আন্তর্জাতিক মিডিয়ায় ভুল তথ্য সরবরাহ করে বর্তমান সরকারের ভাবমূর্তি নষ্ট করার মূল হোতা আদিলুর রহমান খান শুভ্র অবশেষে ধরা পরেছে ! "অধিকার" নামক একটি বেসরকারী এনজিও তে সাধারণ সম্পাদকের পদে অধিষ্ঠিত ছিলেন এই শুভ্র ৷ বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই এই সংস্হাটি উদ্দেশ্যপ্রণোদিত হয়ে দেশে-বিদেশে সরকারের নেতিবাচক প্রচার করে আসছিলো বিশেষ করে তথাকথিত মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে ৷ আল-জাজিরা , ইকোনমিস্ট সহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থ্গুলোর সাথে নিবির সম্পর্ক ছিলো এই আদিল খানের ! সর্বশেষ , শাপলা চত্তরে নিরাপত্তাবাহিনীর অভিযানে ৬১ জন হেফাজত কর্মী নিহত হওয়ার মিথ্যা খবর তিনি আন্তর্জাতিক মিডিয়ায় প্রচার করেন ৷ এতে সরকার বিব্রত হয়ে তথ্য মন্ত্রানলয়ের মাধ্যমে "অধিকার"কে এর সত্যতা প্রমানের আহবান জানান ! বার বার তাগিদ দেওয়ার পর ও তারা এব্যপারে কোন সদুত্তর না দিয়ে উল্টো তাদের প্রতিবেদনের সাফাই গাইতে থাকে ! তার পর সরকার বাধ্য হয়েই এই মিথ্যা প্রতিবেদনের নাটের গুরু আদিল খান শুভ্রকে গ্রেপ্তার করে ৷ তার গ্রেপ্তারের পর পরই সরকারবিরোধী চিহিত মহলের প্রতিবাদের ভাষাই বলে দেয় যে শুভ্র ছিলেন তাদেরই একজনা !

সরকারের বিরুদ্ধে মিথ্যা প্রচারের আর এক নাটের গুরু মাহমুদুর রহমান ছিলেন শুভ্রর খুবই ঘনিষ্ঠ (বাজারে ছড়িয়ে যাওয়া তাদের দুজনার কথোপকথনের লিংক শুনলেই তার প্রমান পাওয়া যায়), আমারদেশ পত্রিকার অফিস ছিলো তাদের চলমান ষড়যন্তের মূল আস্তানা ! সেখানে অপপ্রচারের আর এক হোতা ফরহাদ মাজহার এবং তার অবিবাহিত "রুম-মেট " ফরিদা আখতার (যিনি অধিকারের কার্যকরী পরিষদের সদস্য ) ও নিয়মিত যোগ দিতেন ! প্রজন্ম আন্দোলনকে মোকাবিলা করতেই হেফাজতকে এই ষড়যন্ত্রকারীরা মাঠে নামায় কিন্তু হেফাজতের আন্দোলন মাঠে মারা যাওয়ায় তারা শাপলা চত্তরের ভুয়া কাহিনী চারিদিকে প্রচার করতে থাকে ! তাই দেশদ্রোহী কার্যকলাপের জন্য আদিল শুভ্রকে আইনের অধীনে আনার জন্য সরকারকে সাধুবাদ জানাচ্ছি এবং তার মত অন্য যারা এই ধরনের কর্মকান্ডে জড়িত তাদেরও গ্রেপ্তারের আহবান জানাচ্ছি ৷

জয় বাংলা , জয় বঙ্গবন্ধু ৷

বিষয়: রাজনীতি

১৫১৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File