বন্ধু মানে ভাললাগা ভালবাসা।

লিখেছেন লিখেছেন আইল্যান্ড স্কাই ২৭ মে, ২০১৩, ০৭:১৩:৪৫ সন্ধ্যা

প্রকৃতিগত ভাবেই মানুষ বন্ধুত্বের কাঙাল। প্রতিটি মানুষই বন্ধুত্ব চায়।দুটি মানুষের মধ্যে সুখ-দুঃখ, আনন্দ-বেদনা ভাগাভাগি করার অকৃত্রিম সম্পর্কের নাম বন্ধুত্ব।আমার এক বন্ধুকে নিয়ে লেখা এই কবিতা ?



বন্ধু মানে ভালো লাগা

দুটি হৃদয়ের ভালোবাসা।

বন্ধু মানে একটু আশা

মনের মাঝে স্বপ্ন বাঁধা।

বন্ধু মানে একটু ছোঁয়ায়

পরশ লাগে যত।

বন্ধু মানে ছুটে চলা

জোড়া শালিকের মত।

বন্ধু মানে উদার আঁকাশ

মেঘলা রোদের ঘর।

বন্ধু মানে স্নিগ্ধ আলোয়

শিশির ভেজা ভোর।

বন্ধু মানে বেজায় খুশি

একটু অভিমান।

মনের মাঝে কোথায় যেন

একটু খানি টান......

বিষয়: বিবিধ

৩০৪১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File