জীবন ফুরিয়ে যায়-সময় বয়ে যায়-স্মৃতি থেকে যায়
লিখেছেন লিখেছেন সুন্দরের আহবান ২৭ মে, ২০১৩, ০৭:৩০:২৮ সন্ধ্যা
সকাল ১১ টা অফিসে কাজ করছিলাম। হঠাৎ এক ভাইয়ের ফোন। অপর প্রান্ত থেকে বলা হলো হেদায়েত ভাই ইন্তেকাল করেছেন। হঠাৎ যেন দেহটা নাড়া দিয়ে উঠলো। আর কাজ করতে পারলাম না। আমাকে জানেনো হলো বাদ জোহর যানাযা। অফিস থেকে বের হয়ে বাসার উদ্দেশ্যে রওয়ানা দিলাম। বাসায় এসে জানাযায় অংশগ্রহণের জন্য রওয়ানা দিয়েছে মোবাইল ফোনে আবার জানানো হলো জানাযা হবে বাদ আসর। শেষ পর্যন্ত আসরের পরে তার যানাযা নামায পড়ে চির জীবনের জন্য তাকে বিদায় দিতে হলো। কত পরিচয়, কত কথা, কিন্তু চলে গেলেন। তার সাথে আমার বয়সের ব্যবধান অনেক। কিন্তু আমার আদর্শিক কারণে আমি ছিলাম তার দায়িত্বশীল। একটি বহুজাতিক কোম্পানীতে অনেক বড় পদে চাকুরী করতেন। বেতনও পেতেন বাংলাদেশের বড় বড় আমলাদের চেয়ে অনেক বেশী। কিন্তু নিজের এ আয় একা ভোগ করেন নি। হৃদয় উজার করে ব্যয় করেজেন নিজের ভালবাসার ভাল লাগার মানুষদের জন্য, যে আদর্শকে নিজের জীবনের চেয়ে বেশী ভালবাসেন সেই আদর্শের জন্য। প্রায় ত্রিশ বছর আগে ঢাকার অদূরে ডেমরায় অনেক সস্তায় এক চিলতে জমি কিনে বাড়ি করেছিলেন। কিন্তু জীবনের শেষ মূহুর্তে সে বাড়িতে আর থাকা হয়নি। বড় এবং মেঝ চাকুরীর কারণে থাকতো মগবাজারে ফ্ল্যাট ভাড়া করে। বড় ছেলে থাকে জাপানে। অগত্যঅ কি করা জীবনের শেষ বয়সে তিনিও থাকতেন মেয়েদের সাথে। আমাকে প্রায় ই বলতেন মগবাজরে ভাড়া বাসায় থাকবো না চলে আসবো। কিন্তু তার আর জীবিত চলে আসা হয়নি। তিনি এসছেন তবে লাশ হয়ে। এই তো জীবন। জীবন । এভাবে ফুরিয়ে যায়- সময়ৗ বয়ে যায়- মানুষ রেখে যায় তার নানা স্মৃতি। স্মৃতির জানালাগুলোও এক সময় ঝাপসা হয়ে যায়। সবার পরিচিত, সবার প্রিয় মানুষগুলো এক সময় সবার অপরিচিত হয়ে যায়। এভাবে তো আমাদের প্রত্যেককেই একদিন চলে যেতে হবে। সুন্দর এ পৃথিবী ছেরে। ক্ষণিক এ জীবনকে আমরা যতটা মূল্যায়ন করি, এ জীবনকে সাজানোর জন্য আমার কতো পরিশ্রম করি। কিন্তু মৃত্যুর পরবর্তী যে জীবন শুরু হবে সে জীবনের জন্য আমরা কতটুকু সঞ্চয় করছি?
বিষয়: বিবিধ
১৭৮৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন