কল্পনা থেকে আজ বাস্তবে তুমি

লিখেছেন লিখেছেন অয়েজ কুরুনী আল বিরুনী ১৪ সেপ্টেম্বর, ২০১৪, ০৫:১৮:০০ বিকাল

নাই বা তুমি জানলে মোরে এ হৃদয়ের ব্যাকুলতা,

আমি না হয় ভেবেই যাব তোমায় নিয়ে,

লিখেই যাব অজস্র গান, কবিতা

নাই বা থাকুক ছন্দ তাতে, নাই বা অন্ত্যমিল

ভেবেই নেব প্রেম যে ছিল স্বপ্ন ঝিলমিল

হয়ত তুমি নও শিরি, নও আরব, নও মিশরী

আমি না হয় ভেবেই নেব তোমায় নীল পরী

তোমার আঁকা ছবি দেখে অবাক হয়ে স্বপ্ন মেখে

তাকিয়ে ছিলেম পিছন থেকে আমি ওগো ছায়া

শিশির হয়ে প্রভাত বেলায়

না হয় দিলেম ছুঁয়ে তোমায়

বাড়িয়ে দিতে মায়া ।

বিষয়: বিবিধ

৯৭৩ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

265079
১৪ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:১২
শিশির ভেজা ভোর লিখেছেন : অনেক সুন্দর হয়েছে ... চালিয়ে যান। আরো বেশী বেশী লিখুন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File