তুমি কালো তাই আমিও কালো

লিখেছেন লিখেছেন অয়েজ কুরুনী আল বিরুনী ৩০ আগস্ট, ২০১৪, ০৬:৪৯:৫৫ সন্ধ্যা

অনেক বোন আছেন যাদের গায়ের রঙ ফর্সা না হওয়ার কারণে অত্যন্ত মনঃকষ্টে আছেন। আসলে এর জন্যা আমাদের পূঁজিবাদী বর্ণবাদী সমাজই দায়ী। রঙ ফর্সাকারী পণ্য বিক্রয়ের জন্যই যত কারসাজি। পুরুষদের মনের মধ্যে তাঁরা এমন ধারণা সৃষ্টি করে দিয়েছে যে ফর্সাই সুন্দর, সুন্দর মাত্রই ফর্সা। এক সময় দাসী/বাদী বিক্রি হত যে যত ফর্সা তার তত দাম। এখনো মনে হয় সে ই কেনা বেচার রেওয়াজ বন্ধ হয়নি। শুধু পদ্ধতির পরিবর্তন। কে বলেছে তোমরাই কেবল বর্ণবাদের শিকার; আমি নিজেও কালো হওয়ার কারণে বর্ণবৈষম্যের শিকার হয়ে অপছন্দের তালিকায় পড়েছি কারো কারো। যদিও তাদের মন্তব্য আমি জেনে ফেলেছি একথা হয়ত তারা জানে না। আমার এ নিয়ে বিন্দুমাত্র দুঃখ বা আফসোস নেই শুধু দুঃখ হয় সেসকল অন্ধদের জন্য যারা রঙ নিয়েই মেতে থাকে। এজন্যই আমি মাঝে মধ্যে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট সফর করি। বেচে থাকার জন্য আসলে রঙের কি দরকার আমার জানা নেই। না দেখেও খুব ভালভাবে ভালবাসা যায় বিশ্বাস না হলে দেখতে পারেন #The Japanese wife কলকাতার বাংলা সিনেমাটি।

বিষয়: বিবিধ

১৩৫২ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

259769
৩০ আগস্ট ২০১৪ রাত ১০:৩৩
হতভাগা লিখেছেন : সিনেমার সথে বাস্তবতাকে মিলাতে যাবেন না ।

কারিশমা এক সাক্ষাতকারে বলেছিলেন ,'' সিনেমাতে যতই আমি কুলি বা ট্যাক্সিওয়ালার সাথে প্রেম করি বা ভেগে গিয়ে বিয়ে করি না কেন , বাস্তবে আমি তা কখনই করবো না ।''

'' কে বলেছে তোমরাই কেবল বর্ণবাদের শিকার; আমি নিজেও কালো হওয়ার কারণে বর্ণবৈষম্যের শিকার হয়ে অপছন্দের তালিকায় পড়েছি কারো কারো।''


০ ভাইজান কাল বইলা কি পাত্রী পক্ষ রিজেক্ট করছে ?

বিয়ের ব্যাপারে একটা বেসিক জিনিস সব সময়ই মনে রাখবেন:

যতই দ্বীনদারীর কথা বলা হোক না কেন মেয়ে/মেয়েপক্ষ দেখে পাত্রের টাকা এবং ছেলেপক্ষ দেখে পাত্রী দেখতে কেমন ।


আপনি ওয়েল স্টাবলিশ হোন । পাত্রী মা আপনার সাথে তার মেয়ে বিয়ে দেবার জন্য পাগল হয়ে যাবে তা আপনি যতই কালো / বেটে / দেখতে অসুন্দর হন না কেন ।
259827
৩১ আগস্ট ২০১৪ রাত ১২:৫৯
অয়েজ কুরুনী আল বিরুনী লিখেছেন : হু হু হা হা তাইলে জীবনে বিয়েই করবনা
259889
৩১ আগস্ট ২০১৪ সকাল ০৫:১১
কাহাফ লিখেছেন : "কালা গলার মালা" বলার মতো কেউ কি আছেন..........? আমিও যে কালা......।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File