প্রত্যাবর্তন
লিখেছেন লিখেছেন অয়েজ কুরুনী আল বিরুনী ২৯ আগস্ট, ২০১৪, ০৬:৫৫:৩৭ সকাল
প্রত্যাবর্তন
.............................................
হেথা আর হোথা; যাই আমি যেথা
তুমি নাই কোথাও, তুমি নেই
সর্বত্রই যেন তোমাকে দূরে ঠেলার এক প্রতিযোগিতা
কে আমায় বলেছিল একদা- আমি নাকি গোঁড়া
ধর্ম নাকি এক বিষফোঁড়া
সেই থেকে আজ, সকাল কি বা সাঁঝ
হতে চেয়েছি আমি উদার, তোমাকে করেছিলাম রুদ্ধদ্বার
আমি দেখেছি নগ্ন-সমাজের মাঝে শূন্যতার হাহাকার
সর্বত্রই যেন বেদনার ভার
নুইয়ে রেখেছে আমায়, তবু আমি উদার।
প্রেম,নারী সবই মোহ , হৃদয় তাই আজ করেছে দ্রোহ
ঘোর কৃষ্ণ আধারে সাদা কালো সবই এক, নেই ভেদাভেদ ফারাক
কোথাও পাইনি এতটুকু শান্তি, বয়ে বেড়িয়েছি যত ক্লেদ-ক্লান্তি
আজ তাই ফিরে এসেছি তব দ্বারে
ক্ষমা আর ঠাই যাচিবারে, দিশা দাও দিশা দাও হে অসীম
অনন্তকাল ধরে পুঁজিব তোমায়, হেরে গেছি আজ আমি যে সসীম
বিষয়: বিবিধ
১১৩১ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন