সব ইসলামের ইতিহাস পুড়িয়ে ফেলতে হবে
লিখেছেন লিখেছেন অয়েজ কুরুনী আল বিরুনী ২২ আগস্ট, ২০১৪, ০৯:০২:২০ সকাল
যারা তোমাদেরকে ধ্বংস করার জন্য বসে আছে তারা কিন্তু নিশ্চিন্তে ঘুমাচ্ছেনা
কিন্তু তোমরা যারা ধ্বংসের দ্বারপ্রান্তে তারা সামনে মৃত্যুকুপ দেখেও হাই তুলতে তুলতে আরেক মুহুর্ত ঘুমানোর চিন্তায় বিভোর থাকো। ওদের গালি দিয়ে লাভ কি গালি পাওয়ার উপযুক্ত তো তোমরাই; যাদের ২৪ ঘণ্টার মধ্যে ২.৪ ঘণ্টা ও সমস্যার উত্তরণে চিন্তা বা কাজ কোনটাই করনা। আবার বড় বড় স্বপ্ন দেখতেও জুড়ি নেই ।
অতীত ইতিহাস নিয়ে গর্ব করে লাভ নেই, কারণ এর শেষ পৃষ্ঠাগুলি যে রক্তমাখা- কালিমাময় তা তোমাদের চোখে পড়ে না। তাই তোমাদের জন্য ইতিহাস থেকে শিক্ষালাভের কিছুই নেই। সুতরাং আমার ইচ্ছা সব ইতিহাসের বই পুড়িয়ে ছাই করে ফেলা যাতে পূর্বপুরুষদের নিয়ে গর্ব করে নিজেদের দায়িত্বে তোমরা গাফেল হতে না পার। হায়রে মুসলিম! আজ তোমাদের জন্য শত ধিক! তোমরা একদিকে ফিলিস্তিনি মজলুমদের জন্য দোয়া কর, আবার কিছুক্ষণ পর হিন্দি সিরিয়াল দেখে মজা কর, রাতের গভীরে রিয়াল-বার্সার খেলায় হাততালি দাও, অথবা ডুবে থাকো পর্ণগ্রাফীতে। মনে রেখ মৃত্যুর দুয়ারে পৌছে গেলে আর ফিরে আসার কোন সুযোগ থাকবেনা। তারা বলবে-
رَبِّ لَوْلَا أَخَّرْتَنِي إِلَىٰ أَجَلٍ قَرِيبٍ فَأَصَّدَّقَ وَأَكُن مِّنَ الصَّالِحِينَ﴾)
হে আমার রব আমাকে আর একটি মুহুর্ত সময় দিন যাতে আমি ভাল কাজ করে ভাল মানুষদের অন্তর্ভুক্ত হতে পারি
বিষয়: বিবিধ
১০৮৩ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন