বাউন্ডুলের ডায়েরি ১

লিখেছেন লিখেছেন অয়েজ কুরুনী আল বিরুনী ০৮ আগস্ট, ২০১৪, ০৪:৫৪:৫২ বিকাল

বাউন্ডুলের ডায়েরি ১

.........................................................................

পূর্ব থেকে...

ওদের ভাল চেহারার পিছনে মুখোশ লুকিয়ে ছিল ভাবতেই পারিনি। তাই আমি নিরীহ-গোবেচারার মত নিঃশব্দে ওদের হুকুম তামিল করে সামনে পা বাড়াচ্ছি আর সাত সতেরো ভাবছি। গুহায় ঢুকতেই চোখ ছানাবড়া। হায়েনাগুলো ভদ্রতার মুখোশ ততক্ষণে খুলে ফেলেছে। সেখানে আমার মত আরো দু’চারটা শিকার ফাঁসির আসামীর মত পড়ে আছে। ভিতরে পা রাখতে না রাখতেই নানাবিধ প্রশ্ন? কারটা রেখে কারটা জবাব দিই কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেলাম। চারদিকে চোখ বুলিয়ে দেখে নিলাম পালানোর পথ তো বন্ধই এবং একার পক্ষে এতগুলি দেশি অস্ত্রে সজ্জিত হায়েনার সাথে শক্তি দিয়ে যুদ্ধ অথবা আত্মরক্ষা করতে যাওইয়া দু’টিই আত্মাহুতির শামিল। তাছাড়া কৌশল খাটিয়ে যদিও বেচে যাই তথাপি বাকী কজনের ভাগ্যে আরো জুলুম জুটানো ছাড়া আর কিছুই হবে না। এবং ততক্ষণে মায়ের শিখানো দুয়া حسبنا الّله و نعم الوكيل (আল্লাহই আমার জন্য যথেষ্ট এবং তিনি কতইনা উত্তম অভিভাবক) পড়া শুরু করে দিয়েছি। ওদের বাচনভংগী দেখে বুজতে পারলাম আপাতত আমিই ওদের চোখে নাটের গুরু। স্বীকারোক্তি নেয়ার পালা শুরু হবে বুঝতে পারলাম। চোখের সামনে তখন দুর্গম পথে চলা শুরু হওয়ার পুর্বে শপথের রাতে সিপাহসালারের মুখচ্ছবি ভেসে উঠল। “হয়ত তোমাকে পঙ্গু করে দেয়া হবে, অথবা কারাগারের আবদ্ধ প্রকোষ্ঠে তিলে তিলে শেষ হয়ে যাবে সোনালী স্বপ্ন। অথবা শহীদ করে ফেলবে”। (চলবে)

বিষয়: বিবিধ

৯৩০ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

252321
০৮ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৩৬
সন্ধাতারা লিখেছেন : অনেক ধন্যবাদ ভালো লাগলো

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File