বিয়ে করুন আজাব হতে বাচুন
লিখেছেন লিখেছেন অয়েজ কুরুনী আল বিরুনী ২৭ জুলাই, ২০১৪, ০৫:৫৪:০২ সকাল
MARRY WHEN YOU NEED IT PHYSICALLY DON’T COMMIT ANY SIN
‘‘অরণ্যে রোঁদন’’
যখন দুচোখ বন্ধ হবে, আমি আর আমি থাকবনা
লাশ হয়ে থাকব শুয়ে ;
কান্নার রোল শুনতে পাবো, হয়ত তোমরা কাঁদবে ১দিন দু’দিন অথবা সপ্তাহ
তারপর সবকিছু আগের মতই ঠিকঠাক মত চলবে।
‘‘তুমি ছাড়া আমি বাচবনা’’ এইকথা গুলি শতভাগ মিথ্যা প্রমাণিত হবে;
জীবন কখনো কারো জন্য বেধে থাকেনা।
তুমিও হয়তো অন্য কাউকে জড়িয়ে নেবে তোমার মায়ার বাঁধনে
আর আমি ; অন্ধকার গৃহে একাকী পরম বন্ধুর সুব্যবহারের প্রত্যাশায়
রাব্বিয়াল্লাহ, রাদিতু বিল্লাহি রাব্বা...
এ সমাজ আজ আমার পার্থিব কাজের কঠোর সমালোচক
পরিবার; মা-বাবা,ভাই-বোন, আমার দুনিয়াবী কারণে আজ হয়তো গর্বিত,
তাদের খুশি রাখতে, সমাজের মুখ বাচাতে আমি ভদ্রতার মুখোশ পরে
পাপের বোঝা উত্তরোত্তর বাড়িয়েই চলেছি
কি হবে তখন যখন আজাবের ফেরেশতা আসবে? এ সমাজপতিরা কি পারবে
আমায় বাচাতে? যাদের কারণে পাপের পথে হেটেছিলাম তাদের কাছে প্রশ্ন ‘‘তোমরা কি আমায় বাচাতে পারবে আজাব হতে’’?
জানি পারবেনা, তাহলে আজ কেন ভালো ক্যারিয়ারের আশায় মিথ্যা মরিচীকার পিছনের দৌড়াচ্ছ? কত মানুষই ঘুমের মধ্যে পরপারে চলে যায়
যদি আমারও মৃত্যু ঘটত তাওবা করার সুযোগ ছাড়া?
হে তরূণসমাজ! হে আমার বোনেরা একটু ভাবুন।
আপনার আমার কত বন্ধু কৈশোর পার হওয়ার আগেই মৃত্যুর মুখে ঢলে পড়েছে,
কতজন রোড এক্সিডেন্টে মারা গেছে, তাদের জায়গায় তোমার যদি মৃত্যু হত
তাহলে কোথায় যেত ভাল ক্যারিয়ার, ভাল বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট?
চিরস্থায়ী জীবনকে নষ্ট করে ক্ষণস্থায়ী জীবন নিয়ে মেতে আছো।
লেখাপড়া শেষ করে চাকরী পেতে ৩০, তারপর বড়জোর আর ৩০ বছরই বাচলে
তারপর সব শেষ। কতজনের তো বি সি এস এ জয়েন করার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখেছি। এখন সিদ্ধান্ত নিন
সমাজকে সন্তুষ্ট করতে গিয়ে দু’কুল যেন না হারাও।
আখেরাতের সফলতা পাওয়ার ছকে আমার সবকিছু সাজাই,
রাব্বানা আতিনা ফিদ্দুনয়া হাসানাতাও অফিল আখিরাতি হাসানাহ,
আখিরাত মে কামিয়াব হো, আওর দুনিয়া ভি বরবাদ নেহি হো।
বিষয়: বিবিধ
৯৭১ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
Click this link
যদি আবেগের বশে বিয়ে হয়ও তাতে ছেলে দুনিয়াতেই নরক দেখে ফেলবে ।
আল্লাহতায়লা তাই আখিরাতে মাফ করে দিবেন মনে হয়।
মন্তব্য করতে লগইন করুন