জালিম শাহীর পতন
লিখেছেন লিখেছেন অয়েজ কুরুনী আল বিরুনী ২৭ মে, ২০১৪, ০২:৪৫:২২ রাত
বুকের তাজা রক্ত দিয়ে লিখতে চাইনি তব নাম
চেয়েছি বন্ধ হোক পৃথিবীর সব হাহাকার, ওরা কি পারবে নিজের রক্ত দিয়ে পৃথিবীর রক্তঝরা থামাতে
আরব বালিকার শিরিন কন্ঠে আবার কি পাব শুনতে নাশিদুল অতান
ওরা সারা জাহানের মুক্তিকামী মানুষকে আটকে রাখতে চায়, লৌহ শিকলে
তাইতো ওরা খুনে খুনে লাল করেছে পদ্মা, মেঘনা, শীতলক্ষ্যাকে
ওরা দজলা ফোরাতে বইয়েছে ফের রক্তের কারবালা
মা’কে বলি থামবেনা কি কভূ এ হায়েনার হিংস্র থাবার তাণ্ডবলীলা
তোমার মুখে শোনা খোলাফায়ে রাশেদার যুগ কি আর আসবেনা?
মা বললেন
নিরাশ না হও বাবা
ওই যে দূরে কি দেখা যায় ও
শহীদের রক্তে রঞ্জিত আমামা বিজয় নিশান হয়ে উড়ছে
আসমা, জুবায়দা, রাবেয়ারা ওই জিহাদী তারানা গাইছে
অই দেখ দেখ, জালিম শাহির মসনদ বুঝি পড়ল ভেঙ্গে, ধুলার উপর
শহীদি মিছিলের পদাঘাতে।
বিষয়: বিবিধ
১০২৮ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন