স্বপ্ন যেন সত্যি হয়

লিখেছেন লিখেছেন অয়েজ কুরুনী আল বিরুনী ০৪ মে, ২০১৪, ০৩:০৪:৩৭ দুপুর

সাধারণত নিজের লেখা কবিতা ছাড়া স্ট্যাটাস দিইনা, কিন্তু আজ ভোরের দিকে এমন সুন্দর একটা স্বপ্ন দেখলাম যার জন্য কবিতা লেখার সময় পেলাম না। তাই কবি গুরুর কবিতা পেস্ট করলাম। এটি আমার অন্যতম একটি প্রিয় কবিতা। এটি পড়লে মনে আমার মনের কথা'ই তো কবি বলেছেন। হয়ত তারও এমন অনুভূতি হয়েছিল তাই লিখেছিলেন। আহ! আরেকটু দীর্ঘ হত যদি স্বপ্নটা!

সুন্দর, তুমি এসেছিলে আজ প্রাতে

অরুণ-বরণ পারিজাত লয়ে হাতে।

নিদ্রিত পুরী, পথিক ছিল না পথে,

একা চলি গেলে তোমার সোনার রথে,

বারেক থামিয়া মোর বাতায়ন পানে

চেয়েছিলে তব করুণ নয়নপাতে।

সুন্দর, তুমি এসেছিলে আজ প্রাতে।

স্বপন আমার ভরেছিল কোন্‌ গন্ধে

ঘরের আঁধার কেঁপেছিল কী আনন্দে,

ধুলায় লুটানো নীরব আমার বীণা।

বেজে উঠেছিল অনাহত কী আঘাতে।

কতবার আমি ভেবেছিনু উঠি-উঠি

আলস ত্যজিয়া পথে বাহিরাই ছুটি,

উঠিনু যখন তখন গিয়েছ চলে

দেখা বুঝি আর হল না তোমার সাথে।

সুন্দর, তুমি এসেছিলে আজ প্রাতে

বিষয়: বিবিধ

১১৪৮ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

217304
০৪ মে ২০১৪ বিকাল ০৪:০৪
সুমাইয়া হাবীবা লিখেছেন : আমারও অনেক প্রিয় একটা কবিতা। পড়লাম। আবার পড়লাম। ধন্যবাদ শেয়ার করার জন্য। Angel Angel
217340
০৪ মে ২০১৪ বিকাল ০৫:১০
ছিঁচকে চোর লিখেছেন : কবি গুরুর কবিতা মানেই হৃদয়ের মধ্যে আলোড়ন। সুন্দর লাগলো শেয়ার করার জন্য ধন্যবাদ।
217352
০৪ মে ২০১৪ বিকাল ০৫:৩৪
লাল সবুজ লিখেছেন : "তুমি মুসকি হেঁসে স্বপ্ন ভেংগে যাও যে চলে।
কবে তুমি বাস্তবে ধরা দেবে মোরে যাও যে বলে।

ভালো লাগলো
217379
০৪ মে ২০১৪ বিকাল ০৫:৫২
সিংহ শাবক লিখেছেন : ভালো লাগলো

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File