আমি কি চলে যাচ্ছি?
লিখেছেন লিখেছেন অয়েজ কুরুনী আল বিরুনী ২০ এপ্রিল, ২০১৪, ০৯:২১:৩৭ সকাল
বয়স টা নিত্য-প্রয়োজনীয় দ্রব্যমূল্যের মত দিন দিন বেড়েই চলেছে। আসলে কি তাই? তিলে তিলে বরফের মত গলে শেষ হয়ে যাচ্ছে আমাদের প্রত্যেকের ক্ষণস্থায়ী জীবন। চিরস্থায়ী জীবনের পথে যাত্রা করছি ধীরে ধীরে। আমি নিজেও জানিনা কখন অজান্তেই চিরস্থায়ী জীবনের পথে চলা শুরু হবে মৃত্যু নামক সেতুতে চড়ে।
সেদিন
সুযোগ কি হবে বন্ধু একটিবারের তরে, পিছে ফিরে দেখিবারে।
এত মায়া মমতা ভালবাসা স্নেহের বাঁধন সব চ্ছিন্ন হয়ে যাবে না চাইতেই, আর মুহূর্তেই তুমি হয়ে যাবে একা, পৃথিবীর সবার স্কন্ধের বোঝা। কবি যথার্থই বলেছেন
“অর্ঘ্য হয়ে ছিনু তব কণ্ঠে, আজ হয়ে গেছি বোঝা; এ ভার বহে সাধ্য কার; সময় হয়েছে দূরে ঠেলিবার”
পিরিতের মায়াডোরে বেঁধে রাখবেনা কভু আর, আজ হয়েছে সময় বিদায় জানাবার।
আরেকজন বলেছেন
“জন্মিলে মরিতে হবে অমর কে কোথা হবে”
আজ যৌবনের উদ্দাম স্রোতে প্রেমের দু’কুল ভাসিয়ে চলেছ অজানার পথে, লহুর তপ্ততায় পুড়িয়ে ফেলতে চাও সব শুকনো পাতা। জেনে রেখ চিরদিন থাকবেনা তোমার এ তেজ। দুপুরের সূর্য যেমন পৃথিবীর মাঠ-ঘাট পুড়িয়ে একাকী বিকেলে ধীরে ধীরে হারিয়ে যায় পশ্চিমের সাগর তলে, তুমিও তেমনি হারিয়ে যাবে কালের অতল গহবরে। হয়ত তোমার স্মৃতিটুকুও ধরে রাখবেনা প্রাণের প্রিয়তমা; যাকে একপাশে রেখে আর পাশে ঠেলেছিলে পৃথিবী।
কবি গুরু বলেছিলেন “ঠাই নাই ঠাই নাই ছোট সে তরী, আমারি সোনার ধানে গিয়েছে ভরি”।
তাই সময় থাকতে দীর্ঘযাত্রার রাহখরচ যোগাড় কর ;যেদিন কেহ আসবেনা কারো কোন কাজে।
শেষ হয়ে গেলে আর এক পলকের তরেও তোমাকে সুযোগ দেয়া হবেনা। আমি তোমাদেরকে ভয়ঙ্কর দিনের সতর্ক করছি। হুশিয়ার! হুশিয়ার! সময় আসছে আসছে আসছে
বিষয়: বিবিধ
১১৯২ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভাই
||
মন্তব্য করতে লগইন করুন