অসমাপ্ত কবিতা

লিখেছেন লিখেছেন অয়েজ কুরুনী আল বিরুনী ৩১ মার্চ, ২০১৪, ১১:১৩:০৫ রাত



স্নিগ্ধ সকালের ফোটা ফোটা শিশির, ফাগুনের মিষ্টি বিকেলের হাওয়া ঝিরিঝির

আর চৈত্রের ক্লান্ত দুপুরের খা-খা রোদ রেখেছিলাম জমা করে

তোমায় দেব বলে,

বোকা তুমি!

বুঝনি পাখির ভাষা, দেখনি বাবুইর বাসা

অর্ধেক এর আর বাকিটুকু ওর

আর আজ সারাটি মুহূর্ত নিয়েছ কেড়ে

একান্তই নিজের জন্য রাখা, রাতের নিস্তব্ধতায় আকাশের তারা দেখা

সেটুকুও নিয়েছ কেড়ে

কেন এই স্বেচ্ছাচারিতা? স্বৈরশাসক নওতো তুমি?

চারাগাছ উপড়ে অন্য জমিতে লাগানো দেখেছ? মাটির সাথে দীর্ঘদিনের সখ্যতাকে আগাছা মনে করে

একমুহুর্তে ছিন্ন করে ফেলল নিষ্ঠুর মালি, স্মৃতিচিহ্ন রেখেদিল এক বড় গর্তের সৃষ্টি করে

অমূল্য ভালবাসাকে বেচে দিল সামান্য মূল্যে।

বিষয়: বিবিধ

১৫৭৪ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

201058
৩১ মার্চ ২০১৪ রাত ১১:৩০
শিশির ভেজা ভোর লিখেছেন : সেরাম হয়েছে ভাই সেরাম... লিখতে থাকুন
201077
০১ এপ্রিল ২০১৪ রাত ০১:৫১
গেরিলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
201205
০১ এপ্রিল ২০১৪ সকাল ১১:১৭
নজরুল ইসলাম টিপু লিখেছেন : ভাল কবিতা অপূর্ব ও সুন্দর।
আমি কবিতা লিখতে পারিনা। কোনমতেই ছন্দ মিলাতে পারিনা, তবে কবিতা পড়তে ভাল লাগে।
206260
১২ এপ্রিল ২০১৪ রাত ০১:২৬
অয়েজ কুরুনী আল বিরুনী লিখেছেন : thanks everyone

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File