সুখের গোপন রহস্য

লিখেছেন লিখেছেন অয়েজ কুরুনী আল বিরুনী ৩০ মার্চ, ২০১৪, ০৩:০২:২৮ রাত

পৃথিবীতে আমরা সর্বদা এবং সর্বত্রই জয়ী হতে চাই। আমরা চাই সবখানেই আমি প্রথম হই, সবাই আমার কথা শুনুক। আপনি নিজে চিন্তা করুন তো আপনার মতই ঠিক আরেকজন চিন্তা করছেন যে আল্লাহ যেন তাকেই সবখানেই বিজয়ী করুক; তাহলে ফলাফল কি দাড়ালো আল্লাহ একই সময়ে দুজনকে বিজয়ী করবেন কিভাবে? আপনি একবার জিতুন আর অন্যজন একবার জিতুক সেটাই ভাল নয় কি? স্বামী চায় স্ত্রী তার পরিপূর্ণ বশীভুত থাকুক, আর স্ত্রীও যদি ঠিক উল্টোটা চায় তাহলে কখনোই সমঝোতায় আসা সম্ভব না। সংসারটা হল একটা নৌকার মত; এখানে প্রত্যেকের হাতে একটা বৈঠা দেয়া আছে, এখন যদি প্রত্যেকে নিজের খেয়াল খুশিমত একেকজন একেক দিকে যাওয়ার জন্য চালানো শুরু করে তাহলে নৌকা আদৌ কোনদিকে তো যাবেই ন্‌ বরং স্রোতের পাকে পড়ে ডুবে যাওয়ার সম্ভাবনা শতভাগ। আর সদস্য সংখ্যা যদি বেশি হয় তাহলে তো সমস্যার অন্ত থাকেনা। সুতরাং আমাদেরকে সর্বসম্মতিক্রমে একটা সিদ্ধান্তে পৌছাতে হয় যে আমরা কোন দিকে যাব। আর দু’জনের ক্ষেত্রে কোনো একজন তার ইচ্ছাকে অপর জনের জন্য সাক্রিফাইস করবে। এটা তখনই সম্ভব যখন দু’জনের মাঝে বুঝাবুঝি অনেক সুন্দর হয় আর অটুট ভালবাসা থাকে। আপনারা দুজন একটা নদী পার হচ্ছেন যার উপর একটা বাশ দেয়া সাঁকো আছে। এখন নিশ্চয়ই দু’জন একসাথে পার হতে পারবেন না, একজন আগে অপরজন পরে । নতুবা দুজনেরই নিচে পড়ার সম্ভাবনা আছে। জীবনের প্রতিটি ক্ষেত্রে যদি অপরের ইচ্ছাকে প্রাধান্য দেয়া হয় তাহলে দেখবেন আপনার বন্ধুর অভাব নেই যদিও আপনার একটু কষ্ট সহ্য করতে হবে।

সবাই সুখি হোন



বিষয়: বিবিধ

১০৫৭ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

200078
৩০ মার্চ ২০১৪ রাত ০৩:১৯
আল্লাহর সন্তুষ্টি লিখেছেন : স্বাগতম
200170
৩০ মার্চ ২০১৪ সকাল ১১:৩৩
সুমাইয়া হাবীবা লিখেছেন : সত্যিই ভালো বলেছেন খুব অল্প কথায়। Happy
৩১ মার্চ ২০১৪ রাত ১১:১৪
150700
অয়েজ কুরুনী আল বিরুনী লিখেছেন : ধন্যবাদ
200197
৩০ মার্চ ২০১৪ দুপুর ১২:২০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সুখি হওয়া কঠিন নয়। কিন্তু সুখ পাওয়া কঠিন।
ধন্যবাদ সুন্দর পোষ্টটির জন্য।
200371
৩০ মার্চ ২০১৪ বিকাল ০৫:৪৯
মেঘ ভাঙা রোদ লিখেছেন : সত্যিই ভালো বলেছেন খুব অল্প কথায়। মাশাল্লাহ বেশ ভালো লাগলো অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File