হায়রে নারীপ্রেম!

লিখেছেন লিখেছেন অয়েজ কুরুনী আল বিরুনী ২৬ মার্চ, ২০১৪, ০২:৪৮:২৪ রাত

ফোঁড়াটিকে দীর্ঘ ৬ মাস ধরে পর্যবেক্ষণ করছি কিন্তু সেরে ঊঠার কোনো লক্ষণ দেখছিনা। অবশেষে ডাক্তারের সাথে পরামর্শ করে ফেললাম; তিনিই সিদ্ধান্ত দিবেন। কোন কড়া অষুধ দিয়ে যদি নিরাময় হয় ভাল; নয়ত কেটে ফেলবেন। আদর্শের মধ্যে কোনো প্রকার ভেজালের অনুপ্রবেশকে যদি স্বাভাবিকভাবে নেওয়া হয় তাহলে তা পুরো গোষ্ঠির মধ্যে সংক্রমণ ঘটাবে। ধ্বংস করে ফেলবে সবকিছু। পৃথিবীর ইতিহাস আমাদেরকে এই চিরন্তন সত্যই শিক্ষা দেয়। আমাদেরকে সত্যের ব্যাপারে আপোষ না করার জন্য রাসুল সাঃ কে বারবার নির্দেশ দেওয়া হয়েছে এবং এক্ষেত্রে যা’তে কোনো প্রকার পক্ষপাতিত্ব না হয় সে ব্যাপারেও বলা হয়েছে।

বিষয়: বিবিধ

১০৩৮ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

198117
২৬ মার্চ ২০১৪ সকাল ০৯:৩৯
হতভাগা লিখেছেন : ''কোনো প্রকার ভেজালের ''

০ এই ভেজালের সাথে নারী প্রেমের যোগসূত্র কিভাবে ?


198517
২৭ মার্চ ২০১৪ রাত ০১:১৫
অয়েজ কুরুনী আল বিরুনী লিখেছেন : যারা স্বপন দেখে একটি ইসলামী বিপ্লবের তাদের কেউ যদি অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে তাহলে সেটি অবশ্যই ভেজাল। আমি পরোক্ষভাবে বুঝাতে চেয়েছি, কারণ আমার উদ্দিষ্ট ব্যক্তিও এ সাইটের একজন ব্লগার।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File