বাতুলের প্রলাপ

লিখেছেন লিখেছেন অয়েজ কুরুনী আল বিরুনী ১০ মার্চ, ২০১৪, ১১:৫৮:১৯ রাত



আকাশের বিশালতাকেই দেখে থাকো; তার মাঝে কষ্টের নীল আভা কি দেখনা?

ক্ষণে ক্ষণে কত কষ্টের মেঘ জমে, কত কষ্ট জল হয়ে ঝরে যায়।

চাঁদের চারপাশে কি কখনো দেখেছ পানির চক্র

কিছু দুঃসহ বেদনা চেপে থাকে বুকে ,

শিলা হয়ে নেমে আসে

সুস্মিতাকে দেখলেই সুখী মনে হয়; কিন্তু কে জানে হয়ত তার মাঝে কষ্টের

সাগর বইছে। অভিমানী কালবোশেখের বেগে কখনো তছনছ করে দেয় সবকিছু

শিশিরের রুপ দেখে পাগল হয়েছিলাম। যেইনা আপন করতে গিয়ে ধরেছি, অমনি জল হয়ে নিমিষে ভিজিয়ে দিল। এ কি শিশিরের কান্না।

হৈমন্তীরা কেন চিরকাল দুঃখের নায়িকা হবে? শুধুই কি কালের গর্ভে হারিয়ে যাওয়ার জন্য?

চাঁদের মায়াভরা রুপ দেখে তোমরা পুলকিত হও

এমনকি কোলের শিশুটিও হাত বাড়ায় তাকে ধরার জন্য

কিন্তু চাঁদের বুকে যে ফাটল শত সহস্রকাল ধরে সে বয়ে বেড়ায়

তার কি খবর রাখো?

বিষয়: বিবিধ

১০৮৬ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

190242
১১ মার্চ ২০১৪ রাত ০৩:২৭
ইকুইকবাল লিখেছেন : স্বাগতম
190415
১১ মার্চ ২০১৪ দুপুর ১২:৪৪
সজল আহমেদ লিখেছেন : ভাল লাগল খুব।
190932
১২ মার্চ ২০১৪ রাত ১২:৩৭
অয়েজ কুরুনী আল বিরুনী লিখেছেন : সবাইকে ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File