কেউ কি আছে?
লিখেছেন লিখেছেন অয়েজ কুরুনী আল বিরুনী ১০ মার্চ, ২০১৪, ০২:০০:৫১ রাত
দু’ফোটা শিশির বিন্দু দেব তোমায়;
যদি তুমি ভোরবেলায় আমার বাম পাশে দাঁড়িয়ে
দেখতে চাও কুহেলিকার চাদরে ঢাকা সকাল
আছে কি কেউ রাতের কোমল বিছানা ছেড়ে
কখনো জায়নামাজে, কখনো খোলা আকাশের নিচে দাঁড়িয়ে জ্যোৎস্না-স্নান করবে
সকালের সুখনিদ্রা ফেলে, নগ্ন পায়ে হাটবে শিশিরসিক্ত সবুজ গালিচায়।
তুমি শিশিরের মত ক্ষণকালের জন্য হলেও এসো
তাহলে আমিও তোমার সাথে সকালের রোদে মিলিয়ে যাব পরপারে
বিষয়: বিবিধ
৮০৬ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন