কোথায় তুমি প্রিয়তমা
লিখেছেন লিখেছেন অয়েজ কুরুনী আল বিরুনী ০৯ মার্চ, ২০১৪, ০১:৪০:৩০ রাত
আমার বাম হাতের কণিষ্ঠা আঙ্গুলটি ধরে
পরম নির্ভরতায় যার সাথে কিছুপথ চলা
প্রখর রোদের মাঝে ছাতার বামপাশে কিছুক্ষণ দাঁড়ানো
পথের পাশের টিউব ওয়েল থেকে
আজলা ভরে পানি ওর মুখের কাছে ধরা
ধুর! এত কিছুর পরেও বোঝেনা
তোমার খোঁপায় গুজে দিতে ফুল হাত দিয়েছিনু বাড়িয়ে
ফিরিয়ে দিবে কি শুন্য করে ?
বিষয়: বিবিধ
১০৩৭ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন