কল্পনায় তুমি বেচে আছ
লিখেছেন লিখেছেন অয়েজ কুরুনী আল বিরুনী ২৭ ফেব্রুয়ারি, ২০১৪, ১২:২৯:৫৮ রাত
জানো! তোমার জন্য অপেক্ষার প্রহর যেন শেষ হতনা আর
কারণ তুমি আমায় চিনতে পারোনি।
কিন্তু আমি তো জানিই
সিন্ধু সেচে একবিন্দু শুক্তি খুজে পাওয়া কি এত সহজ।
দুয়ারে ফুটেছিনু বলে ভাবতে পারনি আমি পারিজাত কত দামী
আর আজ
সুখের পায়রাগুলো পাখা মেলেছে দূর অজানায়?
তাই
তুমি এখন হাতে তুলে নিয়েছ হয়ত নিরুপায় হয়ে
অসহায়ের শেষ ভরসা মনে করে আমাকে
আমি নিরাশ করতে চাইনা,
তবে বলতে চাই
পৃথিবীর প্রথম বেলাতে ডেকেছিলাম ফিরে দেখনি
শেষ বিকালে কেন তব নিস্ফল এ মিনতি?
বিষয়: বিবিধ
১২৭১ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
https://www.facebook.com/wayej.albiruni
মন্তব্য করতে লগইন করুন