সত্যি! তুমি আসবে কি?

লিখেছেন লিখেছেন অয়েজ কুরুনী আল বিরুনী ২৩ ফেব্রুয়ারি, ২০১৪, ০১:০৫:০০ রাত



আমার মতে সংসারে মানুষ উৎসাহ পেলে এমন কিছু নাই যা তার দ্বারা অসম্ভব। উৎসাহের অভাবে বহু মেধা, সৃজনশীলতা হারিয়ে যায় কালের অতল গহবরে। মায়ের উৎসাহে এতদুর এসেছি, এখন আরেকজনের উৎসাহ পাওয়ার অভাবে বুকের একপাশ ঠিক মত কাজ করেনা।

কে সেই জনা?

জবাবটা আমারো অজানা, তাই খুজে ফিরছি পথে পথে দেখি তার দেখা পাই কিনা!

বলো

কুহেলিকার ছুটলে পিছু ক্ষতি কি?

রহস্যতে সুখ যে খুজে পেয়েছি

যেদিন

আলেয়ারই আলো হয়ে, রঙ বেরঙের ফানুস দিয়ে, ভুলিয়েছিলে শিশুর মত আমায় পাগল করে

সদাই-আপণ সব গুটিয়ে, আকাশ মাঝে রথ হাকিয়ে হারিয়েছিলে ঊর্ধ্বলোকে চিরদিনের তরে।

তাই

একার মাঝে রাখিনি আজ পূণ্য-প্রেমের ডালি

দুহাত ভরে বিলিয়ে দিয়ে করেছি সব খালি

না দেখেও দেখেছি আজ না পেয়েও পেয়েছি

তোমায় ভেবে শক্তি নিয়ে হৃদয় ভরা ভক্তি দিয়ে বিশ্বটাকে ভালবেসে ধন্য হয়েছি।

বিষয়: বিবিধ

১০৩৮ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

180991
২৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:২৪
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : কিছুই বলতে চাই না ,,নিচের লিঙ্কে যান ,,,
http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/3740/sh12/37657#133765
২৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:২৫
133818
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনার আমার সপ্ন এক ভাইজান ,,আসুন আমরা খুজতে থাকি
২৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:২৮
133822
অয়েজ কুরুনী আল বিরুনী লিখেছেন : ভাই খুজতে খুজতে তো বুড়া হয়ে যাব। এবার ২৪শে পা রাখলুম
২৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:৩০
133826
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আমি ২৫ এ
180998
২৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:৩৫
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : আসবেই তো
সে আসবেই
তাকে যে আসতেই হবে
লাল বেনারশির শাড়িতে
হাতে মেহেদীর আলপনা
নুপুর দিয়ে আলতা রাঙা পায়ে সে আসবেই!
২৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০২:০৬
133836
অয়েজ কুরুনী আল বিরুনী লিখেছেন : দোয়া করেন যেন দুই চার মাসের মধ্যে আসে
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:২৯
133899
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : দাওয়াত কে দিবে?
180999
২৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:৩৫
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : এটা লিখে্ছেন অয়েজ কুরুনী আল বিরুনী--্-তাই ভালো লাগলো??????????????????
২৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০২:০৫
133835
অয়েজ কুরুনী আল বিরুনী লিখেছেন : ???? এগুলি দিয়ে কি বুঝাতে চান?
২৪ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:৫২
134289
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : লেখাটি ভালো লাগলো তাই ইন্সপারেশান দিতাছি?? মাইন্ড খাইছেন????????????????????????????????
181008
২৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০২:০১
সজল আহমেদ লিখেছেন : বিয়েটা আগে সেরে রেখে ভালই করেছি।
২৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০২:০৪
133834
অয়েজ কুরুনী আল বিরুনী লিখেছেন : আপনার এখন বয়স কত?
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:১০
133891
সজল আহমেদ লিখেছেন : আল্লাহর রহমতে এবার ৩০ এ পা রাখলুম।
181389
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৪৩
182187
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৪৪
মুমতাহিনা তাজরি লিখেছেন : ভালো লাগলো

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File