মা! তোমার বুকেই পরম নির্ভরতা

লিখেছেন লিখেছেন অয়েজ কুরুনী আল বিরুনী ১৫ ফেব্রুয়ারি, ২০১৪, ০৪:৩১:২৬ বিকাল

ভেবে অবাক হই,

কিভাবে একজন জীবন্ত মানুষের মধ্যে আরেকটি আলাদা জীবন তিলে তিলে তারই রক্ত পান করে বড় হচ্ছে,

কি সুক্ষ্ণ সৃষ্টি! কি অসাধারণ !

আমাদের পকেটের ১০০ গ্রাম ওজনের মোবাইল দু’টিকেও খুব বড় বোঝা মনে হয়।

আর তিনি ৩/৪ কেজি ওজনের ওই আলাদা সত্তাটি/দুটি কে বয়ে বেড়ান মাসের পর মাস

তার যে কি বেদনা সে কি তুলনা করে বোঝানো যাবে?

প্রতিটি নতুন অতিথিকে পৃথিবীতে আসার পথ করে দিতে গিয়ে প্রতিবারই তিনিন মৃত্যুর দার থেকে ঘুরে আসেন

কখনো আর ফেরা হয়না।

এর পরে নিজের শরীরের রক্ত পানি করে তোমাকে বড় করেছেন,

ওই রক্তই তোমার জন্য শ্রেষ্ঠ খাবার যা না পেলে তুমি হয়তো শারীরিক বিকলাঙ্গ হয়ে যেতে

তোমাকে বাচিয়ে রাখার জন্য তার কত চেষ্টা, ইচ্ছেমত যা-তা খেতে পারেন না,

পাছে তোমার শরীরে সমস্যা হয় এই ভয়ে।

তোমার অসুধ খাওয়ার শক্তি হয়নি তাই তোমার অসুধ খেতেন তিনি,

পরিশোধনাগার থেকে তোমার মুখে পৌছে যেত।

কত রাতের পর রাত নির্ঘুম কাটিয়েছেন, তোমাকে বাচিয়ে রাখার জন্য

তুমি আজ খুব ভাল বন্ধু পেয়েছ মনে করে তাকে ভুলে গেছ, কিন্তু

তিনি আজো প্রতিটি গ্লাস পানি খাওয়ার সময়ও তিনি তোমাকে ভাবেন।

প্রতিটি নারীই একেকজন মা’ তাই তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করি, তোমরা নোংরামী করতে পারোনা

আমি বিশ্বাস করিনা।

বিষয়: বিবিধ

১২০২ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

177358
১৫ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:৩৭
নীল জোছনা লিখেছেন : হুম সেইজন্যই তিনি মা. পরম শ্রদ্ধা আর ভালোবাসার আসন।
১৫ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:৫০
130493
অয়েজ কুরুনী আল বিরুনী লিখেছেন : হু!!!!!!!!!
177361
১৫ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:৪৯
অয়েজ কুরুনী আল বিরুনী লিখেছেন : আমার মা পৃথিবীর সেরা মা
177393
১৫ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:০০
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : মা কে নিয়ে লিখায় ধন্যবাদ
177448
১৫ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৪২
সালাহ লিখেছেন : আসলেই মায়ের তুলনা হয়না । যাহোক মামনিকে নিয়ে দারুন ১ খান লিখনীর জন্য রইল ধন্যবাদ
177642
১৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৪:৩৯
শিকারিমন লিখেছেন : মা তোমায় ভালবাসি পাগলের মত।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File