অভিশপ্ত সময়
লিখেছেন লিখেছেন রায়ান মাসরুর ২০ মার্চ, ২০১৪, ০২:৩২:১৬ দুপুর
কর্মহীন
বেকারত্বের অভিশাপে সৃষ্টি হয় হতাশা
গ্লানিময় সে জীবন সত্যিই অভিশাপের।
কত যন্ত্রনা কত ব্যথা
তা বলে বুঝানোর নয়।
আজ আমার সময়গুলো কেন যেন জট লেগে আছে।
একটা সময় দ্রুতবেঘে ছুটে যাওয়া ঘোড়ার সাথে
যাকে তুলনা করতো মা আমাকে।
সেই আমার দিনরাত্রি আজ কেটে যায় বদ্ধ ঘরে।
আমি মানুষকে আর ভালোবাসিনা
ভালোবাসিনা ভালো শব্দটিকেও।
বিশ্বাস কর
একটি কফিন আর কাফন আমার কাছে অনেক পবিত্র।
আমি সেখানেই নিজেকে কল্পনা করি।
যে মানুষগুলোকে আপনার করে দিয়েছিলাম আশ্রয়
আজ তারা আমার বুকে খন্জর চালায়।
যে মানুষগুলো ভুখা ছিল
ছিল পথ হারা,
যে মানুষগুলো অন্ধকার গলিপথে পড়ে মরে ধুকছিল ভয়ে
আমি তাদের সে পথ থেকেও উদ্ধার করেছিলাম।
কিন্তু আজ ওরা বেমালুম ভুলে যায় তাদের অতীত।
ভুলে যায় আপন পথ।
আত্মভুলা মানুষগুলো আমার বন্ধ ছিল
অভিশপ্ত জীবনে এটা আমার প্রায়শ্চিত্য।
(ব্যক্তিগত ক্রোধ থেকে ছিটকে আসা কিছু কথা, কেউ ভিন্ন অর্থে ব্যবহার করবেননা দয়া করে)
বিষয়: বিবিধ
৯৮৭ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন