রোজা রেখেই হাফডজন ছবিতে নিরবের সরবতা

লিখেছেন লিখেছেন রায়ান মাসরুর ২৬ জুলাই, ২০১৩, ১২:৫২:৫৬ দুপুর

গাজীপুরের হোতাপাড়ায় 'চার অক্ষরের ভালোবাসা' ছবির শুটিং করছি। আজকে সারাদিন একটি মারপিটের দৃশ্যে অভিনয় করব।

রোজা রেখে আকশনধর্মী দৃশ্যের শুটিং করতে কেমন লাগছে?

আমি রমজান মাসে নিয়মিত রোজা রাখি। রোজা রেখে শুটিং করতে আমার কোনো সমস্যা হয় না। তবে রোজা রেখে মারপিটের দৃশ্যে অংশ নিতে একটু কষ্ট হয়।
যায়যায়দিন বিনোদন



রোজা রেখে নাচের শুটিং করতে কষ্ট হয় না এ প্রশ্নটি করলে কি হত?

আমাদের চিত্রকর্মীদের আমূল পরিবর্তন হচ্ছে দেখা যায়। সকালে একটা খবর দেখলাম ভারতীয় নায়িকা মমতা কূলকার্নি ইসলাম ধর্ম গ্রহণ করবেন।

গত কয়েকদিন পূর্বে বাংলাদেশের একসময়কার জনপ্রিয় নায়িকা শাবানা তার ফিল্ম যেন কোন টিভিতে প্রদর্শন করা না হয় সে অনুরোধ জানিয়েছেন।

অনেক অপসংবাদের মাঝে কিছুটা পরিবর্তণ হোক না হোক শুনতে ভালো লাগে।

বিষয়: বিবিধ

১৬৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File