পিতামাতাকে অসন্তুষ্ট করার পরিণাম...........।।

লিখেছেন লিখেছেন দিদারুল হক সাকিব ২৪ নভেম্বর, ২০১৪, ০৭:২১:১৮ সকাল

রাসুল (সা) এর যুগে আলকামা নামে মদিনায় এক যুবক বাস করত। সে নামাজ,রোজা ও সাদকার মাধ্যমে আল্লাহতালার ইবাদাত বন্দেগীতে লিপ্ত থাকতো। একবার সে এক কঠিন রোগে আক্রান্ত হলে তার স্ত্রী রাসুল (সা) এর কাছে খবর পাঠালো যে,"আমার স্বামী আলকামা মুমূর্ষ অবস্থায় আছে।হে রাসুল,আমি আপনাকে তার অবস্থা জানানো জরুরী মনে করছি।"

রাসুল (সা) তৎক্ষণাৎ হযরত আম্মার,সুহাইব ও বিলাল (রা) কে তার কাছে পাঠালেন।তাদেরকে বলে দিলেন যে,''তোমরা তার কাছে গিয়ে তাকে কালেমায়ে শাহাদাত পড়াও।" তারা গিয়র দেখলেন,আলকামা মুমূর্ষ অবস্থায় রয়েছে। তাই তারা তাকে "লা-ইলাহা-ইল্লাল্লাহু" পড়াতে চেষ্টা করতে লাগলেন।কিন্তু সে কোন মতেই কলেমা উচ্চারণ করতে পারছিল না।তখন তারা রাসুল(সা) কে খবর পাঠালেন জে,আলকামার মুখে কলেমা উচ্চারিত হচ্ছে না।যে ব্যক্তি এই সংবাদ নিয়ে গিয়েছিল,তার কাছে রাসুল (সা) জিজ্ঞাসা করলেনঃ "আলকামার পিতামাতার কেউ কি জীবিত আছে?'' সে বললঃ হ্যাঁ রাসুল,তার কেবল বৃদ্ধ মা বেঁচে আছে।রাসুল (সা) তৎক্ষণাৎ তাকে আলকামার মায়ের কাছে পাঠালেন এবং বললেনঃ "তাকে গিয়ে বল যে,যদি তুমি রাসুল (সা) এর কাছে যেতে পার তবে চল,নচেত অপেক্ষা কর,তিনি তোমার সাথে সাক্ষাৎ করতে আসছেন।"দূত আলকামার মায়ের কাছে উপস্থিত হয়ে রাসুল (সা) যা বলেছিলেন তা জানালে আলকামার মা বললেনঃ রাসুল (সা) এর জন্য আমার প্রাণ উৎসর্গ হোক।তার কাছে বরং আমিই যাবো।" বৃদ্ধা লাঠি ভর দিয়ে রাসুল (সা) এর কাছে এসে সালাম দিলেন।রাসুল (সা) সালামের জবাব দিয়ে বললেনঃ "ওহে আলকামার মা,আমাকে আপনি সত্য কথা বলবেন।আর যদি মিথ্যা কথা বলেন তাহলে আল্লাহর কাছ থেকে আমার কাছে ওহী আসবে।বলুন তো, আপানার ছেলের স্বভাব চরিত্র কেমন ছিল?" বৃদ্ধা বললেনঃ" হে আল্লাহর রাসুল,সে প্রচুর পরিমাণে নামাজ,রোজা ও সদকা আদায় করত।"রাসুল বললেনঃ "তার প্রতি আপানার মনোভাব কি?" বৃদ্ধা বললেনঃ"হে আল্লার রাসুল,আমি তার প্রতি অসন্তুষ্ট।" রাসুল বললেনঃ"কেন?'' বৃদ্ধা বললেনঃ"সে তার স্ত্রীকে আমার উপর অগ্রাধিকার দিত এবং আমার আদেশ অমান্য করত।"রাসুল (সা) বললেনঃ"আলকামার মায়ের অসন্তোষ হেতু কলেমা উচ্চারণে জিব্বা আড়ষ্ট হয়ে গেছে।"তারপর রাসুল (সা) বললেনঃ" হে বিলাল যাও,আমার জন্য প্রচুর পরিমাণে কাষ্ঠ যোগাড় করে নিয়ে এস।"

বৃদ্ধা বললেনঃ" হে আল্লাহর রাসুল,কাষ্ঠ দিয়ে কি করবেন?"রাসুল (সা) বললেনঃ"আমি ওকে আপনার সামনেই আগুন দিয়ে পুড়িয়ে দেব।" বৃদ্ধা বললেনঃ' হে আল্লাহর রাসুল,আমার সামনে আমার ছেলেকে আগুন দিয়ে পুড়াবেন তা আমি সহ্য করতে পারব না।" রাসুল বললেনঃ"ওহে আলকামার মা,আল্লাহ্র আজাব এর চেয়েও কঠোর ও দীর্ঘস্থায়ী।এখন আপনি যদি চান আল্লাহ আপনার ছেলেকে মাফ করে দিক,তাহলে তাকে আপনি মাফ করে দিন এবং তার উপর সন্তুষ্ট হয়ে যান।নচেত যে আল্লাহর হাতে আমার প্রাণ আত্র কসম,যতক্ষণ আপনি তার উপর অসন্তুষ্ট থাকবেন,ততক্ষণ নামাজ-রোজা ও সদকা দিয়ে আলকামার কোন লাভ হবে না।একথা শুনে আলকামার মা বললেনঃ"হে আল্লাহর রাসুল,আমি আল্লাহকে,আল্লাহার ফেরেশতাকে এবং এখানে যে সকল মুসলমান উপস্থিত তাদের সকলে সাক্ষী রেখে বলছি জে,আমি আমার ছেলে আলকামার উপর সন্তুষ্ট হয়ে গিয়েছি।"রাসুল (সা) বললেনঃ"ওহে বিলাল,এবার আলকামার কাছে যাও।দেখ সে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে কিনা।কেননা,আমার মনে হয় আলকামার মা আমার আকছে কোন লাজ-লজ্জা না রেখেই যথার্থ বলেছে।"হজরত বিলাল তৎক্ষণাৎ গেলেন এবং শুনতে পেলেন,ঘরের ভেতর থেকে আলকামা উচ্চারণ করছে "লা-ইলাহা-ইল্লাল্লাহ"।অতপর বিলাল উপস্তিত সবাইকে বললেন আলকামার মা প্রথমে অসন্তুষ্ট থাকার কারনে সে কালেমা উচ্চারণ করতে পারে নি।পরে উনি সন্তুষ্ট হওয়াতে তার মুখ দিয়ে কালেমা উচ্চারিত হল। আলকামা সে দিন মারা গেল।রাসুল(সা) তার জানাজা পড়াল এবং কবরের সামনে দাঁড়িয়ে বললেনঃ" হে আনসার ও মোহাজেরগণ!যে ব্যক্তি মায়ের উপর স্ত্রীকে অগ্রাধিকার দেয় তার উপর আল্লাহ,ফেরেশ্তা ও সকল মানুষের অভিসম্পাত!আল্লাহ তার পক্ষে কোন সুপারিশ কবুল করবেন না।কেবল তাওবা করে ও মায়ের প্রতি সদ্ব্যবহার করে তাকে সন্তুষ্ট করলেই নিস্তার পাওয়া জাবে।মনে রাখবে,মায়ের সন্তুষ্টিতেই আল্লাহর সন্তোষ এবং মায়ের অসন্তুষেই আল্লাহর অসন্তোষ।"

বিষয়: বিবিধ

১৪৫৬ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

287417
২৪ নভেম্বর ২০১৪ সকাল ০৭:৫১
ওরিয়ন ১ লিখেছেন : ঝাঝাকুমুল্লাহ খায়ের। আল্লাহ আপনাকে জান্নাত বাসী করুক, আমীন।
287422
২৪ নভেম্বর ২০১৪ সকাল ০৮:১৯
হতভাগা লিখেছেন :
" হে আনসার ও মোহাজেরগণ!যে ব্যক্তি মায়ের উপর স্ত্রীকে অগ্রাধিকার দেয় তার উপর আল্লাহ,ফেরেশ্তা ও সকল মানুষের অভিসম্পাত!আল্লাহ তার পক্ষে কোন সুপারিশ কবুল করবেন না।


'' তোমাদের মধ্যে সেই উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম''

০ এখন কথা হচ্ছে , মা ও স্ত্রীর সন্তুষ্টি পরষ্পর ব্যস্তানুপাতিক ।

কিভাবে একজন ছেলে/স্বামী বেহেশত পাবে যদি সে উত্তম বা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে না পারে?

287557
২৪ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:০৮
দিদারুল হক সাকিব লিখেছেন : তোমাদের মধ্যে সেই উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম'' ---রেফারেন্স? ?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File