"ছাত্রলীগের সাম্প্রতিক কর্মকাণ্ড, জাফর ইকবালের কলাম ও হলুদের মধ্যেও মাঝেমাঝে স্বচ্ছ - সাদা প্রথম আলো"
লিখেছেন লিখেছেন রঙ্গিন স্বপ্ন ২৪ নভেম্বর, ২০১৪, ০২:৩৩:০৮ রাত
খবরঃ ছাত্রলীগের কোন্দলে মাত্র ১ জন মারা গেছে @ সিলেট শাবিপ্রবি ।
চেতনা সমাচার ১: এখন কি ডঃ জাফর ইকবাল স্যার কলাম লিখবেন না "তোমরা যারা ছাত্রলীগ করো", নাকি উনি আর কক্ষনোই লিখবেন না মর্মে তওবা করেছেন ?
চেতনা সমাচার ২: এখনো কি হলুদ মিডিয়ার "সোনার ছেলে ছাত্রলীগকে" নিষিদ্ধ করা হবে কিনা এই মর্মে- টক শো আয়োজনের সময় আসেনি? নাকি তারা টক শো-ই আর করবেন না মর্মে প্রতিজ্ঞা করেছেন !
মাই কিউরিয়াস মাইন্ড ওয়ান্টস টু নোঃ সোনার ছেলেরা (!) এতগুলো দেশীয় অস্র দিয়ে ক্যাম্পাসে মামাদের সাথে বাগান পরিষ্কার করছিলা কিনা- যাতে চেতনা বাস্তবায়নের মাধ্যমে দেশের সেবা হয়" তাহা আরেকবার ডঃ জাফর ইকবাল স্যারের মাধ্যমে খতিয়ে দেখা হউক।
জনমতঃ আমরা কি এমন চেতনার বাস্তবায়ন চেয়েছিলাম???
প্রথম আলোর রিপোর্টঃ ছাত্রলীগ নিজেদের ও অন্য সংগঠনের সাথে গত ৬ বছরে ৪৩২ টি সংঘর্ষে ৫৪ জন খুন হয়েছে, ৩৯ ছাত্রলীগ, বাকি ১৫ জনের ২ জন শিশুও রয়েছে।
প্রথম আলোকে ধন্যবাদঃ হলুদের মধ্যেও তারা মাঝেমাঝে স্বচ্ছ - সাদা। যারা আমাকে প্রথম আলো পড়িবার কারণে বাঁকা চোখে দেখিয়া থাকেন, তাঁরা একবার হলেও এর যৌক্তিকতা খুঁজে পাবেন বলেই আমার বিশ্বাস ।
বিষয়: বিবিধ
১১৭২ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মনটা চায় তার তলায় সিরিজ কাগজ দিয়ে একটা ঘষা দিই।
এরা কথা ভালই বলে , তবে যখন দরকার পড়ে তখন চুপ করে থাকে । যেমনটা করেছিলেন ৭১ এ - ঘাপটি মেরে ঘরে বসেছিলেন যুদ্ধে না গিয়েও।
মন্তব্য করতে লগইন করুন