লোক দেখানো ইবাদাত (রিয়া)

লিখেছেন লিখেছেন দিদারুল হক সাকিব ০৫ জুন, ২০১৩, ১০:২৫:১১ রাত

আমরা কিভাবে ইবাদাত করলে আল্লাহ খুশি হবেন তা আমাদের কে আমাদের প্রিয় নবী (সHappy শিখিয়েছেন।।

আমল কবুলের অন্যতম শর্ত হল তা হতে হবে সুন্নতী তরিকায় একমাত্র আল্লাহর উদ্দেশ্যে।

আমরা অনেকেই কিছু লোক দেখানো ইবাদাত করি যাকে আরবীতে বলা হয় রিয়া।

যে ব্যক্তি লোক দেখানো ইবাদাত করে সে মুশরিক,ছোট শিরককারী।

আল্লাহ বলেন

"অবশ্যই মুনাফেকরা প্রতারণা করছে আল্লাহর সাথে।অথচ তারা নিজেরাই আল্লাহ কর্তৃক প্রতারিত হচ্ছে।বস্তুতঃ তারা লোক দেখানোর উদ্দেশ্যেই শিথিলভাবে নামাযে দাঁড়ায়।আর তারা আল্লাহকে অল্পই স্মরণ করে।"(সূরা নিসা_142)

আমরা অনেকেই আছি যারা লোক দেখানোরজন্য নামাজ পরি কাউকে দান খয়রাত করে তা বলে বেড়াই। এরকম করলে আমরা শিরক জড়ায়ে যাব।

হাদীসে আছে

"যে ব্যক্তিশোনাবার জন্য কাজ করে আল্লাহতাকে শুনিয়ে দেবেন। আর যে ব্যক্তি লোক দেখানোর জন্য কাজ করবে আল্লাহ তাকে দেখিয়েদেবেন।"(মুসলিম4/2289)

আল্লাহপাক আমাদের বুঝার তৌফিক দান করুন। আমিন

বিষয়: বিবিধ

১৫২৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File