কাকে আমরা খারাপ বলছি? যার হাত ধরে আমরা বাংলাদেশ ক্রিকেট এ আবার নতুন করে সপ্ন দেখা শুরু করলাম আজ তাকে বলির পাঠা বানানো হচ্ছে!!!
লিখেছেন লিখেছেন মুক্তি পেতে চাই এই অসহায়ত্ব থেকে ০৫ জুন, ২০১৩, ১০:৩০:০০ রাত
বুকটা কেঁপে উঠল আশরাফুল কে
কাঁদতে দেখে ! বাংলাদেশের ক্রিকেটের
নতুন যাত্রা কিন্তু আশরাফুলের
হাত ধরেই শুরু হয়েছিল ! আসুন তার অবদানগুলো একবার স্মরণ করে আসি।
জিম্বাবুর সাথে বাংলাদেশের প্রথম জয়, আশরাফুল
৫১* (২০০৪)
আস্ট্রেলিয়ার সাথে প্রথম জয়, আশরাফুল ১০০
(২০০৫)
শ্রীলঙ্কার সাথে প্রথম জয়, আশরাফুল ৫১
(২০০৬)
দক্ষিণ আফ্রিকার সাথে প্রথম জয়, আশরাফুল ৮৭
(২০০৭)
ইন্ডিয়ার সাথে প্রথম জয় আশরাফুল ২৮ (২০০৪)
নিউ জিলেন্ডের সাথে প্রথম জয় আশরাফুল ৬০*(২০০৮)
আয়ারল্যান্ড এর সাথে প্রথম জয় আশরাফুল ৬৪*
(২০০৮)
ওয়েস্ট ইন্ডিজ এর সাথে প্রথম জয় আশরাফুল ৫৭*(২০০৯)
এই অসামান্য অবদান গুলা কি ভুলে যাবেন আপনারা ? না ভাই আমি ভুলতে পারব না। আশরাফুল চির স্বরনীয় হয়ে থাকবে আমাদের মাঝে সারা জীবন।
বিষয়: বিবিধ
১৫৮৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন