যখন শুনলাম রেশমা নামের একটা মেয়েকে উদ্ধার করা হয়েছে.....!!! আল্লাহ্‌ তুমিই শ্রেষ্ঠ বিচারক।

লিখেছেন লিখেছেন মুক্তি পেতে চাই এই অসহায়ত্ব থেকে ১৬ মে, ২০১৩, ১০:৫৩:৪৪ রাত

যখন শুনলাম রেশমা নামের একটা মেয়েকে উদ্ধার করা হয়েছে তখন খুশি হয়েছিলাম।আমার অবচেতন মনই আমাকে বলেছে

*মেয়েটির দেহ শুকিয়ে হাড্ডি হয়ে গেছে।

*মেয়েটির কাপড় বোধহয় ময়লারজন্য কালো হয়ে গেছে।

*মেয়েটি মনে হয় অসুস্থতার জন্য কথা বলতে পারছে না।

*১৭ দিন অন্ধকারে থেকে নিশ্চই তার অবস্থা খারাপ।

*তার চুল নিশ্চিত অগোছালো হবে।

*সে নিশ্চয় অসুস্থতার জন্যকথাই বলতে পারবে না।

কিন্তু বাস্তবে যখন টিভিতে দেখলাম

=============== ­ ­=====

* তার নক ছিল ২/৩ দিন আগের কাটা

* তার কাপড় ছিল পরিস্কার

* তার চুল ছিল পরিস্কার

* তার মাথার ক্লিপ ঠিক ছিল

* তার পরনে উড়না ছিলো যেটা টকটকে লাল।

সত্যি বলছি কল্পনা ও বাস্তবরা এক কইরা পুরা আবুলহইয়া গেলাম।

এখন যুক্তি দুইটা কথা বলে

*রেশমা রানা প্লাজার ভালো কোন এসি রুমে ছিলো।

*যেখান সে নিয়মিত দাত মাজতো ও নক কাটতো

*কাপড় পরিষ্কার করতো

*ভরপুর খাওয়া দাওয়া করতো।

*তার জন্য especial toilet ছিলো যেখানে সে প্রকৃতির ঢাকে সাড়া দিতো।

যেহেতু রানা প্লাজায় সেইরকম কিছু থাকা টা অসম্ভবও অবাস্তব তাই যুক্তি বলে রেশমার কাহিনীটা পুরোপুরি সাজানো।।

সেখানেও আমার সমস্যা নেই।সমস্যা হলো উদ্ধারের নামে নাটকের সময় সেনাবাহিনী আল্লাহু আকবর স্লোগান দিলো কেনো??

যদি তারা না জেনে দিয়ে থাকেতবে সমস্যা নাই।

যদি জেনেশুনে এইরকম মিথ্যা কাজের সময় আল্লাহু আকবার স্লোগান দিয়ে ভন্ডামি করে থাকে তবে হে মাবুদ এই বিচার ও তোমার কাছে দিলাম। কারন তুমিই শ্রেষ্ঠ বিচারক।

(সংগৃহীত)

বিষয়: বিবিধ

১৫৩১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File