চোরকেও ভোট দেব!
লিখেছেন লিখেছেন আরিয়ান খান ২৩ সেপ্টেম্বর, ২০১৩, ১০:৩৭:১২ সকাল
আসছে নির্বাচন... আর নির্বাচনকে ঘিরে গ্রহণযোগ্য স্লোগানগুলোর মধ্যে একটি হলো - 'নির্বাচিত তাকেই করো, যার কাছে এই দেশটা বড়'। কিন্তু ইদানিং বিভিন্ন রাজনৈতিক নেতাদের বক্তব্যে উক্ত স্লোগানটির বিপরীতধর্মী কথা ফুটে উঠছে, তারা বলছেন - 'প্রার্থী দেখে নয় বরং প্রতীক দেখে ভোট দিন'। বাহ! কি চমৎকার একটি সময়োপযোগী বক্তব্য! ওনারা এটা খুব ভাল করেই জানেন যদি প্রার্থীর যোগ্যতা যাচাই করে ভোট দেয়া হয়, তবে অনেক প্রার্থীই ভোট পাবেন না। তাই এখন তাদের অঘোষিত স্লোগান হলো - 'প্রার্থী যদি হয় চোরও, প্রতীক দেখেই সিল মারো'।
আমাদের দেশের জনগণ ক্ষমতার পালা বদলে বিশ্বাসী। এর প্রমাণ তারা বারবার দিয়ে এসেছে। সর্বশেষ সিটি কর্পোরেশন নির্বাচনে তারা আবার সেটা প্রমাণ করেছে। কিন্তু এটা আমাদের দেশের জন্য শুভ লক্ষণ নয়। এতে প্রার্থীর যোগ্যতা বিচার হয়না, বরং দলীয় পরিচিতিকেই প্রাধান্য দেয়া হয়। এতেকরে উন্নয়ন স্থবির হয়ে পড়ে। অনেক যোগ্যতাসম্পন্ন প্রার্থী অবমূল্যায়িত হন। এটা রাজনৈতিক দলগুলোর দোষ নয়, এটা আমাদের ব্যর্থতা। আমাদের সকলেরই উচিৎ প্রার্থীর সার্বিক যোগ্যতা বিচার করে ভোট দেয়া, সে যে দলেরই হোকনা কেন? আমরা যদি এটা করতে পারি তাহলে রাজনৈতিক দলগুলো সৎ ও যোগ্যতাসম্পন্ন মানুষকে তাদের প্রার্থী করতে বাধ্য হবে।
বিষয়: রাজনীতি
১২৯১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন