বঙ্গবন্ধু কি এরকম বাংলাদেশ চেয়েছিলেন?

লিখেছেন লিখেছেন আরিয়ান খান ২১ এপ্রিল, ২০১৩, ১১:১০:৪৭ সকাল

আজকের `আমাদের সময়` পত্রিকার প্রথম পৃষ্ঠায় যে নিউজগুলো গুরুত্ব সহকারে ছাপা হয়েছে তার মধ্যে অন্যতম ছিল, `লাশ পড়ছে ডোবানালায়।।ঢাকা ও আশপাশের এলাকায় ৩ মাসে ২৬৭ বেওয়ারিশ`, `যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন ২০১২।। গুমে খুনে পিষ্ট বাংলাদেশ`, `এক গৃহে ৪ জবাই` । সত্যিই আতকে ওঠার মত খবর। ভাবলাম `আমাদের সময়` হয়ত বিএনপি-জামাতের কাছ থেকে টাকা খেয়ে সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তাই অন্য পত্রিকাগুলোর শিরোনাম দেখা শুরু করলাম। যুগান্তর, ইত্তেফাক,কালের কন্ঠ, মানবকন্ঠ,নয়া দিগন্ত সহ প্রায় প্রত্যেকটি দৈনিকে একই রকম শিরোনাম লক্ষ্য করলাম। এবার কিছুটা বিশ্বাস হল। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সত্যিই উদ্বেগজনক। এজন্য আমি সরাসরি সরকারকে দায়ী করবো না। তবে সরকারের কিছু ব্যর্থতা অবশ্যই আছে। শুধু বিরোধী দলকে দমনের জন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার না করে, সরকারের উচিত এসব অপকর্মের সাথে জড়িতদের কে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা।

মাননীয় প্রধানমন্ত্রী কথায় কথায় জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ার কথা বলেন। আজ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন করতে চাই, বঙ্গবন্ধু কি এরকম বাংলাদেশ চেয়েছিলেন? যে স্বপ্নকে বুকে লালন করে তিনি এ দেশকে হানাদারমুক্ত করার জন্য নেতৃত্ব দিয়েছিলেন, সেই স্বপ্ন কতটুকু পূরন হয়েছে? লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এ দেশে আজ কেন আমাদের জীবনের নিরাপত্তা নেই? কেন আমরা একটু শান্তিতে ঘুমাতে পারিনা? কেন সবসময় আতংকে পথ চলতে হয়? আমাদের জীবনের কি কোন মুল্য নেই...?

বিষয়: বিবিধ

২৩৮৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File