গুরু তোমার যে বড্ড বেশি দরকার এখন
লিখেছেন লিখেছেন শাহজাদা ইয়ামেন ১৪ জুন, ২০১৪, ০৩:৪৭:৩২ দুপুর
আরনেস্তো চে গ্যাভারা
সালাম হে গুরু । নিপীড়িত প্রলেতারিয়েতের জন্য আত্মাহুতি দেওয়া এই মহানায়কের গুনগান কোনভাবেই শেষ হবার নয় । গুরু তোমায় হাজার হাজার বিপ্লবী লাল সালাম । সমাজতন্ত্রী হয়েও প্রথাগত সমাজতন্ত্রের ধার ধারোনি তুমি । আজ কেউ মার্ক্সবাদী, কেউ মাওবাদী, গুরু যে যাই হোক আমি চেবাদী ।
তুমি একাধারে ছিলে একজন চিকিৎসক, লেখক, গেরিলা যোদ্ধা, কূটনীতিক, যোদ্ধবোদ্ধা । আদর্শিক সংগ্রামে তুমি হয়তো আত্মদান করেছো কিন্তু সর্বহারাদের জন্য আশা দিয়েছো । কিউবা বিজয়ের পর তোমার সহযোদ্ধাদের মতো তুমিও পারতে তাদের মত কিউবায় জীবনটাকে সাজাতে, পারতে ছোট্ট একটা সুখি সংসার বানাতে ! কিন্তু তুমি তো ওদের মতো নও ! নজরুলের ভাষায় বলতে হয়,
" মহা বিদ্রোহী রণক্লান্ত,
আমি সেইদিন হব শান্ত,
যবে উৎপীড়িতের ক্রন্দনরোল আকাশে বাতাসে ধ্বনিবে না,
অত্মাচারীর খড়গ কৃপাণ ভীমরণভূমে রনিবে না ।
বিদ্রোহী রণক্লান্ত
আমি সেইদিন হব শান্ত ।। "
তাইতো সুখের জীবন, সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যতকে ছুড়ে ফেলে ছুটে গিয়েছিলে অত্যাচারিতকে রক্ষায় । গুরু তুমি এক, তুমি অনন্য, তোমার কোন তুলনা হয় না । আজ যখন সাম্রাজ্যবাদীদের ঘৃণ্য অত্যাচারে পৃথিবী জর্জরিত তখন একটা কথাই মনে হয় । চে তুমি কোথায় ? তুমি আবার আসো চে, বাঁচাও আমাদের প্রাণের এই পৃথিবীকে ।
হে মহান বিপ্লবী, শত সহস্র লাল সালাম তোমার সম্মানে !!
কারো মনে আছে কিনা জানি না । আজ মহান বিপ্লবী আরনেস্তো চে গ্যাভারা এর ৮৬ তম জন্মদিন । হ্যাঁ আজকের এইদিনে আর্জেন্টিনার রোজারিও সান্তা ফে তে জন্ম নেন এই মহান নেতা ।
দাড়িহীন চে
বিষয়: বিবিধ
১৬৪৪ বার পঠিত, ২১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ইসলামের শাসনের ব্যাপারে কথা বলতে চাই না ঐটা আমার পছন্দ না । তবে হ্যাঁ ইসলামের অর্থ ব্যাবস্থাটা ছিলো সমাজতন্ত্রের প্রথম ধারনা । আমার মনে হয় কার্ল মার্ক্স ইসলামী অর্থনীতি থেকেই তার কমিউনিজমের ধারনা পান । এবং আধুনিক ও বাস্তব ভিত্তির এই সমাজতন্ত্রই ইসলামী অরথব্যাবস্থার আধুনিক রূপ । কেউ শিকার করুক না করুক সমাজতন্ত্রের মূল কিন্তু ইসলাম থেকেই এসেছে ।
আপনারা তো সবকিছুকেই তন্ত্র হিসাবে দেখেন, তাই এটা বলা!
তবুও তার ত্যাগের প্রতি আমি বরাবরই শ্রদ্ধাশীল।
প্রসঙ্গক্রমে, পৃথিবীর শতকরা কতভাগ মানুষ বোঝে যে ক্যাপিটালিজম বা পুঁজিবাদ কী? তারপরও এটা চলে আসছে। যখন ইসলামী স্টেট ছিলো, তখন শতকরা কতভাগ মানুষ ইসলামী ইকোনমিক এবং জুডিশিয়াল সিস্টেম সম্পর্কে পুরোপুরি ধারনা রাখতো?
বাস্তবতা হজম যে কার হয় না এটা কমেন্ট দেখেই বুঝা যায়। যুক্তি যখন ধাতস্থ্য হয় না তখন খিস্তি খেউর শুরু হয়ে যায়। ইসলামের বিরুদ্ধে যেভাবে পৃথিবীর সব শক্তি একসাথে উঠে পড়ে লেগেছে এমন লাগা বামবাদীদের বিরুদ্ধে লাগলে দুইদিনে এক ব্যাটারও খোজ পাওয়া যেত না।
অর্ধেক পৃথিবী যখন ইসলাম শাসন করেছে, তখন কোন গনহত্যা সংগঠিত হয়েছিলো? স্টালিন-লেলিন-মাও সেতুংদের ইতিহাস এখনো টাটকা।
চে কে যারা মেরেছে তারাই এখন চে এর ছবি টি-শার্টে লাগিয়ে দেদারসে কামিয়ে নিচ্ছে ।
বোকা চে ভক্তরা এটাও বোঝে না পুঁজিবাদ কতটা ''কৈয়ের তেলে কৈ ভাজার পাবলিক '' । না বুঝেই তাদেরই ব্যবসা তুলে দিচ্ছে চেবাজরা ।
কোন আমেরিকার প্রেসিডেন্টের ছবিওয়ালা টি-শার্ট তো খুব একটা দেখা যায় না যতটা চে এর দেখা যায় ?
এই চে এর ভক্তরা যতটা না চে এর কাজের ভক্ত তার চেয়ে বেশী তার টি-শার্ট ভক্ত ।
মন্তব্য করতে লগইন করুন