গান: কী করিলাম আমি।
লিখেছেন লিখেছেন সানাউল্লাহ ভবঘুরে ১৩ ফেব্রুয়ারি, ২০১৪, ০৯:৪৪:৫৭ রাত
কী করিলাম আমি
দুনিয়াতে সারা জীবন দরিয়া
গুনাহ ছাড়া কিছুই দেখিনা
পিচন দিকে পিরিয়া।
সারা জীবন ছিলাম
এই দুনিয়ার কাজে মজিয়া।
নামায রোজা কিছুই আদায় করলাম না
পরকালে কি হবে আমার সে’ত ভাবলামনা।
কত টাকা কত পয়সা
দিলাম অকারণে বিলিয়া
হজ্জ যাকাত কিছুই আদায় করলাম না
পরকারে কি হবে আমার সে’ত ভাবলামনা।
আল্লাহ তুমি বড়ই রহমান
রহম কর রহম কর তুলেছি হাত
আমি এক নাফরমান।
মাফকর মাফকর ওগো দয়াবান
যত গুনাহ করেছি সারাটা জীবন।
বিষয়: বিবিধ
১২১৭ বার পঠিত, ৩ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
এই দুনিয়ার কাজে মজিয়া।
নামায রোজা কিছুই আদায় করলাম না
পরকালে কি হবে আমার সে’ত ভাবলামনা।
ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন