আজও বাবা পিরে এলনা
লিখেছেন লিখেছেন সানাউল্লাহ ভবঘুরে ২৯ মে, ২০১৩, ১১:২৬:৩১ রাত
আমি মুক্তিযুদ্ধার ছেলে,
এদেশের পাহাড় আর পর্বতে
আমার বাবা মিশে আছে ছায়া হয়ে।
আজও মনেপড়ে সেই রাতের কথা
যে রাতে ওরা বাংলাকে দিয়েছে হানা।
যখন শুনা গেল,স্বাধীন বাংলা বতারে কে যেন বলছে-
‘যার যা আছে তা নিয়ে দাঁড়াও ওদের সামনে’
তখন যে গেল হাতের নাঙল খানি পেলে
বাবা আজও এলনা পিরে।
বিষয়: বিবিধ
১৩৯৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন