কবিতা: প্রেমের সমাধী

লিখেছেন লিখেছেন সানাউল্লাহ ভবঘুরে ১৭ এপ্রিল, ২০১৩, ০১:০৮:৫৪ রাত

প্রেমের সমাধী

হে কুকিল, কেন ডাকছ তুমি?

এই গভীর রাতে আমার প্রিয়ার

কবরের কাছে। কেন এসেছ তুমি

এতরাতে এই কবর বাড়ি?

তোমার প্রিয়াও কি ঘুমিয়ে আছে

পবিত্র এই আলয়ে?

নাকি তুমি এসেছ? মধু ভরা কণ্ঠে

বেধনার গান শুনাতে মোরে।

তবে কি তুমি প্রিয়ার পবিত্র আত্মা?

আজি সাথি হয়ে গনবে আকাশের তারা।

তুমিতো আছ ঘুমিয়ে আমার হৃদয়ের সমাধীতে

অনন্ত অসীম হয়ে।

বিষয়: সাহিত্য

১৪৫১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File