কবিতা: এখনোতো বেঁচে আছে

লিখেছেন লিখেছেন সানাউল্লাহ ভবঘুরে ৩০ জুন, ২০১৩, ০২:০৯:১৫ রাত

এখনোতো বেঁচে আছে বীর বাঙ্গালিরা।

শত দুঃখ কষ্টের মাঝেও ভালবাসে

তাদের বাংলাদেশকে। যারা

শিখেনি কোনদিন শত্রুর কাছে মাথা নড়াতে।

এখনোতো বেঁচে আছে বাংলার বীর সৈনিকেরা।

মাতৃভাষার জন্য রায়ান্নে দিয়েছিলো যারা

বুকের তাজা রক্ত।

দেশকে স্বাধীন করার জন্য একাত্তরে

যারা ঝাঁপিয়ে পড়েছিলো শত্রু হানদারের বিরুদ্ধে।

রক্ত গঙ্গা সাঁতার কেটে এনেছিলো একটি পতাকা,

একটি মানচিত্র,জন্ম দিয়েছিলো হাজার আশা।

তবুও কেন শিউলি নামের মেয়েটির

চাঁদের মত মুখখানি;এসিডের দহনে

জ্বলেপুড়ে, গ্রহণকৃত সূর্যের মত জ্বলসে গেছে?

তবু কেন আজ রফিক নামের

রিকসাওয়ালার বউটিকে খুলতে হচ্ছে

অকালে নাকের নোলকটিকে?

আজও কেন মাঝে মাঝে জাতীয়পতাকা

খামছে ধরে বুনো হায়নারা?

এখনোতো খেটে যাচ্ছে বাংলার কৃষক, শ্রমিক,

কামার,কুমোর আর তাঁতীরা।

তবু কেন সখিনা নামের ঐ মহিলাটিকে

সকালবেলা বের হতে হয় ভিক্ষার ঝুলিটা হাতে নিয়ে;

কেন রাজন নামের ছয় বছরের শিশুটিকে

কুড়িয়ে খেতে হয় ডাস্টবিনের পঁচা খাবার?

তবে কি আমরা আজও স্বাধীনতা পাইনি,

যা পেয়েছি তা কেবলই আনুষ্ঠানিকতা?

বিষয়: সাহিত্য

১৭২২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File