গান: আমার সুখ পাখিটা উইড়া গেলো।
লিখেছেন লিখেছেন সানাউল্লাহ ভবঘুরে ০৫ জুন, ২০১৩, ১১:৩৮:৪৪ রাত
আমার সুখ পাখিটা উইড়া গেলো
আরতো পিরে আইলোনা
যতো খুজি পথে পথে
তারতো দেখা পাইনা।
কতো যতন কইরা তারে
রাখিয়াছি সোনার খাঁচাতে
সেই খাঁচাটা ভ্যাইঙ্গা শেষে
পাখি উড়াল দিলো আকাশে।
শূন্য খাঁচা পড়ে আছে
পাখির দেখা পাইনা।
আশায় আশায় বইসা থাকি
কখন পিইরা আসে সুখ পাখি।
আমার দিন যে গেলো, সন্ধা হইলো
শুধু পাখির পানে চাইয়া
তবু আমি পাখির দেখা পাইনা।
বিষয়: সাহিত্য
১৩৪৮ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন